
হার্টফোর্ড প্রতিনিধি: এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টারে মহান বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগ। আগামী ১৫ ডিসেম্বর শনিবার ম্যানচেষ্টারের সুপার এইট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস উৎসব।গত রবিবার স্থানীয় ম্যানচেষ্টারের এশিয়ান গ্রোসারি ও আল মদিনা রেস্তোঁরায় অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগের সভাপতি জুনেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য দেন মাসুদুর রহমান অপু, আহমেদ জিলু,ডেভিড স্বপন রোজারিও, সৈয়দ ছাদিক আহমেদ, সাদ চৌধুরী বাবু ও নাজমুল আহসান ফারুক প্রমুখ। মোহাম্মদ আজাদ, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাইকেল এ শাহ,আরিফুর রহমান আরিফ, রেখা রোজারিও ও লুৎফা জিলু এসময় উপস্থিত ছিলেন।ম্যানচেষ্টারে প্রথমবার মতো অনুষ্ঠিতব্য উক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগের নেতারা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]