১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাট ষ্টেট আ.লীগের বিজয় দিবস উৎসব ২৮ ডিসেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাট ষ্টেট আ.লীগের বিজয় দিবস উৎসব ২৮ ডিসেম্বর
হার্টফোর্ড প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৪৮তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। ৪৮ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র। বিজয়ের ৪৮ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা পেয়েছে শান্তি- ঘৃণ্য যুদ্ধাপরাধীদের অনেকের বিচার সম্পন্ন হয়েছে। আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে প্রত্যয় ব্যক্ত হবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রেও পালিত হবে নানা কর্মসূচি। মহান বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগ। আগামী ২৮ ডিসেম্বর শনিবার ব্রিজপোর্টের ষ্টেট স্ট্রিটের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস উৎসব। এত থাকবে বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা ও আবৃত্তি। কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে প্রথমবার মতো অনুষ্ঠিতব্য উক্ত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতাকর্মিসহ স্বাধীনতার সপক্ষের সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগের সভাপতি জেহাদুল হক জেহাদ ও সা.সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন