১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে বাক-এর নির্বাচনে হেলাল ফের সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কানেকটিকাটে বাক-এর নির্বাচনে হেলাল ফের সভাপতি
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হলেন হেলাল-আজিজ পরিষদের ময়নুল হক চৌধুরী হেলাল। ২০১৭ সালের বাক–এর বিতর্কিত ও বাতিল হওয়া নির্বাচনেও হেলাল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রতি দু’বছর পরপর বাক-এর নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও এক বছরের ব্যবধানে তিনি দু’বার সভাপতি নির্বাচিত হলেন। মোট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে হেলাল পেয়েছেন ৬শ ৪৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) পেয়েছেন ২শ ৪টি ভোট। অপর আরেকজন প্রার্থী আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ায় তার ব্যালটে কোন ভোট পড়েনি। ১৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাক-এর ৮শ ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে চারটি কেন্দ্রে নতুন তালিকাভুক্ত ৪২৯ জন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ছিল ৩ হাজার ৬শ ৬২ জন।এসব কেন্দ্রের মধ্যে ষ্টামফোর্ড কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৯২টি এর মধ্যে হেলাল পেয়েছেন ১৭৮ ও বাবু পেয়ছেন ৬টি ভোট। ব্রিজপোর্ট কেন্দ্রে মোট ভোট পড়েছে ১২১টি এর মধ্যে হেলাল পেয়েছেন ৮৩ এবং বাবু পেয়েছেন ৩১টি ভোট। ওয়ালিংফোর্ড কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৯০টি এর মধ্যে হেলাল পেয়েছেন ১৫০টি এবং বাবু পেয়েছেন ৩৬টি ভোট। ম্যানচেস্টার কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৮৪ ভোট এর মধ্যে হেলাল পেয়েছেন ২৩৩টি এবং বাবু পেয়েছেন ১৩১টি ভোট। মোট ভোটারের ২৪ দশমিক ২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে এবারের নির্বাচনে। গত ২০১৭ সালের নির্বাচনে সভাপতি পদে ময়নুল হক চৌধুরী হেলাল পেয়েছিলেন ১১৫০ ভোট। এক বছরের ব্যবধানে ময়নুল হক চৌধুরী হেলাল জনপ্রিয়তা কমেছে প্রায় ৫০ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এককভাবে লড়াই না করে প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে হেলালের ভোট আরো কমে যেত বলে অনেকেই মত প্রকাশ করেন। এদিকে তড়িঘড়ি করেই স্বাক্ষর বিহীন ইমেইলের মাধ্যমে নির্বাচন কমিশনের সদস্যরা একটা সাদামাটা ফলাফল ঘোষনা করেছেন। সেই ফলাফলে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।মোট ভোট গ্রহণের সংখ্যা, কেন্দ্রভিত্তিক ফলাফল, বাতিল ভোটের পরিমাণ ও অন্যান্য বিষয়াদি উল্লেখ না করেই শুধুমাত্র দুই প্রার্থীর প্রাপ্ত ভোট উল্লেখ করে ইমেইলে ফল প্রকাশ করেন। নির্বাচন পর্যবেক্ষণ বা ভোট গ্রহণ চলাকালীন কোন গণমাধ্যম কর্মিদের প্রবেশাধিকার নিষেধ করে দেন। এমনকি দুই প্রার্থীর একজন করে প্রতিনিধি নিয়ে গোপন স্থানে বসে ভোট গনণা করা হয়। সেখানেও সংবাদকর্মিদের প্রবেশ নিষেধ করা হয়। ভোটাভুটির ইতিহাসে যা বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। এদিকে, ওয়ালিংফোর্ড কেন্দ্র থেকে প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদার ও বাক-এর সাবেক সভাপতি (যিনি একটি প্যানেলের প্রতিনিধি হয়ে কাজ করেছেন) মশিউর রহমান কামালকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সসহ একই গাড়িতে যেতে দেখেছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী।তারা অভিযোগ করে বলেন, কামাল হেলাল-আজিজ পরিষদের প্রতিনিধি হয়ে কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।কিন্তু তাকে নিয়ে ব্যালট বাক্সসহ প্রধান নির্বাচন কমিশনার কীভাবে একই গাড়িতে রওয়ানা দিলেন। সেখানে অপর আরেকজন প্রার্থীর প্রতিনিধিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নেওয়া উচিত ছিল বলে অনেকেই মত প্রকাশ করেন। দৃষ্টিকটু এ বিষয়টি নিয়েও অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। গত ১৩ অক্টোবর শনিবার কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে গত ১ সেপ্টেম্বর বাক-এর ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে।যাচাই বাছাই শেষে সভাপতি পদে ৩ জনের মনোনয়োনপত্র চূড়ান্ত করা হয়। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন কমিশন নির্বাচন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন