১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে 'বাক' কর্তৃক প্রবাসীদের 'ক্রেডিট' চুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে 'বাক' কর্তৃক প্রবাসীদের 'ক্রেডিট' চুরি
হার্টফোর্ড প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নবনির্বাচিত সভাপতি ময়নুল চৌধুরী হেলালের নেতৃত্বে প্রবাসীদের কৃতিত্ব (ক্রেডিট) চুরি করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।গত ২২ ডিসেম্বে শনিবার বাক-এর কথিত অভিষেক নামক এক অনুষ্ঠানে প্রকাশিত সাময়িক পত্রিকা (ম্যাগাজিন)-এ প্রকাশিত অন্যের কৃতিত্বকে চুরি করে বাক-সাংগঠনিক কর্মকান্ড বলে উল্লেখ করায় কমিউনিটিতে নানা গুঞ্জন শুরু হয়েছে। জানা যায়, কানেকটিকাটের নিউ হ্যাভেন শহরের বাসিন্দা বাংলাদেশি সালমা রেজা সিকান্দারকে তার ছেলের কাছ থেকে আলাদা করে দেশে ফেরত যাবার নির্দেশের খবর পেয়ে প্রথমেই সোচ্চার হয়ে উঠেন স্থানীয় বাংলাদেশি ডেমোক্রেট নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাঃ মাসুদুর রহমান অপু। এর পর থেকেই তিনি মুলধারার রাজনীতিবিদ ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতাদেরকে একত্রিত করে সালমার বহিস্কারাদেশ স্থগিতের জন্য গত ৭ আগষ্ট ২০১৮ হার্টফোর্ডের ইউএস কোর্ট হাউজের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বাংলাদেশি ডেমোক্রেট নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাঃ মাসুদুর রহমান অপু’র অর্জিত সেই কৃতিত্ব (ক্রেডিট) চুরি করে বাক-এর নবনির্বাচিত সভাপতি ময়নুল চৌধুরী হেলাল ও সাধারন সম্পাদক সৈয়দ আজিজুর রহমানের শলাপরামর্শে এবং কমিউনিটির কতিপয় ধান্দাবাজদের সহযোগিতায় ‘নবনির্বাচিত কমিটির অভিষেক’ (২০১৮-২০২০) নামক সাময়িক পত্রিকা (ম্যাগাজিন)-এ বাক-এর সাংগঠনিক কার্যক্রম বলে উল্লেখ করেছেন যা সম্পুর্ণ মিথ্যা ও ভূয়া তথ্য।কানেকটিকাটে ঐ সময়ে বাক বলে কোন কিছুই ছিল না। তখন মামলা মামলা খেলা আর বাদী-আসামীদের আতাঁতের গোপন ষড়যন্ত্র চলছিল। শুধু তাই নয় বাক –এর ম্যাগাজিনে ছবি প্রকাশ করার আগে ও পরে সালমা রেজা সিকান্দার পরিবারের কোন অনুমতিও নেওয়া হয়নি তারা উল্লেখ জানিয়েছেন। এ ব্যাপারে সালমার স্বামী আনোয়ার মাহমুদ বলেন, আমাদের অনুমতি না নিয়ে বাক-এর ম্যাগাজিনে আমাদের পরিবারের ছবি প্রকাশ ও অন্যের কৃতিত্ব বা ক্রেডিট চুরি করার ঘটনা সত্যিই একটি ঘৃণিত কাজ।অভিষেক অনুষ্ঠানে আমি সপরিবারে উপস্থিত ছিলাম। সভাপতি, সম্পাদক কিংবা বাক সংশ্লিষ্ট কেউ আমাদের একথাটি বলেননি। পরে অন্য আরেকজন লোকের মাধ্যেমে জানতে পারি।ম্যাগাজিন পেয়ে আমি নিজেই হতবাক হয়ে যাই। ছবিতে অনেকেই ছবি কেটে ফেলা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রধান নেতৃত্বদানকারী মোহাঃ মাসুদুর রহমান অপু, মীর আজম, হালিম আকবর, সৈয়দ শাহাজ ইসলাম, শফিউল আলম শফি, মিসেস হালিম, ডেভিড স্বপন রোজারিও, মিসেস ডেভিড, ড. তামিম আহমেদ, এম এ হাশেম, একে মেজবাহ উদ্দিন, আব্দুর রেজা, আনোয়ার হোসেন হিমু, মোবারক নওশাদ, সোহেলুর রহমান স্বপনসহ অনেকেরই কোন ছবি নেই।তারা সেচ্ছায় এসব মানুষের নাম বাদ দিয়ে চরম অন্যায় করেছেন। এছাড়া প্রকাশিত আরেকটি ছবিতে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে সামনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও সালমার ছেলেকে সঙ্গে নিয়ে ছবি তুলে ম্যাগাজিনে প্রকাশ করেছেন।কিন্তু অনেকেরই প্রশ্ন মশিউর রহমান কামাল, নুরুল আলম নুরু, কাজী শাহজাহান বেলাল, সৈয়দ আজিজুর রহমান এরা কখনই সালমার বহিস্কারাদেশ সংক্রান্ত কর্মকান্ডে জড়িত ছিলেন না।হুমায়ুন চৌধুরীকে দেখা গেছে মাত্র একদিন হার্টফোর্ডে কিছুক্ষণের জন্য।বাক-এর তথাকথিত অভিষেক এর ম্যাগাজিনে এ ধরনের ঘৃণিত কাজের জন্য অনেকেই নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন