১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে বাক নির্বাচন: বাবু-হেলালের হাড্ডাহাড্ডি লড়াই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কানেকটিকাটে বাক নির্বাচন: বাবু-হেলালের হাড্ডাহাড্ডি লড়াই
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নির্বাচনের আর মাত্র ১দিন বাকি। সভাপতি পদে দুই প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) ও হেলাল-আজিজ পরিষদের ময়নুল হক চৌধুরীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ মূহুর্তে এসে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাড়লেও ভোট কেন্দ্রে যাবার জন্য ভোটারদের মধ্যে আগ্রহ তেমন বাড়েনি। ১৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট চারটি ভোট কেন্দ্র নির্ধারন করেছেন নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে ষ্টামফোর্ড, ব্রিজপোর্ট, ওয়ালিংফোর্ড ও ম্যানচেস্টার। চারটি কেন্দ্রে নতুন তালিকাভুক্ত ৪২৯ জন ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৬শ ৬২ জন।পুরাতন ভোটার তালিকা থেকে ১৩টি দ্বৈত ভোট বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।গত ২০১৭ সালের নির্বাচনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৭শত ৭০ জন। গত ২০১১ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তালিকাভুক্ত ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৩শ জন। বর্তমানে ভোটার বেড়েছে তিনগুনেরো বেশি। আগামী ১৩ অক্টোবর শনিবার কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে গত ১ সেপ্টেম্বর বাক-এর ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে।যাচাই বাছাই শেষে সভাপতি পদে ৩ জনের মনোনয়োনপত্র চূড়ান্ত করা হয়। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন কমিশন নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে যারা লড়ছেন তারা হলেন ২০১৭ সালের বাক–এর বিতর্কিত ও বাতিল হওয়া নির্বাচনের হেলাল-আজম প্যানেলের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলাল, কামাল-হুমায়ুন প্যানেলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) ও বাক-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র)। এদের মধ্যে আনোয়ার হোসেন হিমু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ফলে হেলাল-বাবুর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এসব পদে নির্বাচন হচ্ছে না। কানেকটিকাটের প্রবাসীরা বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এ গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন আশা করেছিলেন তা ভেস্তে কতিপয় দলছুট ও পদলোভীদের কারণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন থেকে বঞ্চিত হয়ে পড়েন প্রবাসীরা।যাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারনে বাক তথা বাংলাদেশি কমিউনিটিতে বিভক্তি ও দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেইসব ব্যক্তিরাই রাতের অন্ধকারে একে অন্যের সাথে হাত মিলিয়ে একটি প্যানেল তৈরি করে। এ ঘটনায় সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলালকে প্রবাসীদের অনেকেই ধিক্কারও জানিয়েছেন। কারন তিনি তা্র পূর্ব নির্ধারিত প্যানেলের অনেকের সাথেই প্রতারণা করে তাদেরকে না জানিয়ে তারই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি নুরুল আলম নুরুর সঙ্গে সমঝোতা করে নতুন প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন। এ ঘটনা জানাজানি হলে অনেকেই তাকে নিলর্জ্ব ও প্রতারক বলেও গালি দেন। জানা যায়, গত বছরের নির্বাচন সংক্রান্ত মামলার প্রতিপক্ষদের সাথে রাতের আধারে হাত মিলিয়ে দু’টি প্যানেলের বদলে একটি প্যানেল তৈরি করে গত দশ বছরের ন্যায় আবারো বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা করছেন ওই চক্রটি। এদিকে, চারটি কেন্দ্রের মধ্যে স্টামফোর্ড ও ব্রিজপোর্টে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাশোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। এ দু’টি কেন্দ্রে হেলালের জেতার সম্ভাবনা অনেক বেশি। অপর দিকে ওয়ালিংফোর্ড ও ম্যানচেস্টারে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সাদ চৌধুরী বাবু। এ দু’টি কেন্দ্রে বাবুর জেতার সম্ভাবনা অনেকটাই বেশি বলে ভোটাররা মতামতে জানা গেছে। তবে গত কয়েক বছরের তুলনায় এবারে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেকটা কম হবে ধারনা করা হচ্ছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন