
হার্টফোর্ড প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নির্বাচনে দু’টি কেন্দ্রে নির্বাচন কমিশনের দেওয়া শর্তানুযায়ী আচরণবিধি লঙ্ঘনসহ মহিলাকর্মি লাঞ্ছিত হবার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। চারটি কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোট গ্রহন হয়েছে বলে বিভিন্ন কেন্দ্রে কর্মরত স্বেচ্ছাসেবকদের সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের ইমেইলে পাঠানো শর্ত দেওয়া হয় যে কোন কেন্দ্রে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে মিডিয়াকর্মি প্রবেশ করতে পারবে না। এমনকি কেউ কোন মিডিয়াতে লাইভ ভিডিও বা রেকর্ডিং করতে পারবে না। ভোট চলাকালীন সময়ে ব্রিজপোর্ট কেন্দ্রে ব্যালট বাক্সের ছবিসহ একটি ভিডিও ও স্থিরচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে বাক-এ প্রাধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদারকে জিজ্ঞাসা করতে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে এ প্রতিনিধিকে জানান।

এদিকে, ভোট চলাকালীন সময়ে ওয়ালিংফোর্ড কেন্দ্রে এম এ হাশেম নামের জনৈক ব্যক্তি ভোটার তালিকায় তার নিজস্ব ভোটারের নাম খুঁজে না পাওয়ায় মহিলা স্বেচ্ছাসেবক রাশিদা আখন্দ লাকীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লাকী বলেন আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলাম ভোটার তালিকায় নাম না থাকার জন্য নির্বাচন কমিশন দায়ী। এজন্য তিনি আমাকে দায়ী করতে পারেন না। অপর আরেকজন স্বেচ্ছাসেবক ও বাক-এর সাবেক সভাপতি মশিউর রহমান কামালকে বিষয়টি জানালে তিনি এসে দুঃখ প্রকাশ করে বিষয়টির সমাধান করেন। এ ব্যাপারে এম এ হাশেম জানান অভিযোগটি সত্য নয়। আমি তাকে ভোটার লিষ্টের কথা জিজ্ঞেস করেছি মাত্র।

এদিকে, ওয়ালিংফোর্ড কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদার ও মশিউর রহমান কামালকে একই গাড়িতে যেতে দেখেছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা অভিযোগ করে বলেন কামাল হেলালা-আজিজ পরিষদের প্রতিনিধি হয়ে কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।কিন্তু তাকে নিয়ে ব্যালট বাক্সসহ প্রধান নির্বাচন কমিশনার কীভাবে একই গাড়িতে রওয়ানা দিলেন তা কারোই বোধগম্য নয়। সেখানে অপর আরেকজন প্রার্থীর প্রতিনিধিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নেওয়া উচিত ছিল বলে অনেকেই মত প্রকাশ করেন। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কি পদক্ষেপ নেবেন প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদার তা স্পষ্ট করে বলেননি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]