
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ময়নুল হক চৌধুরী হেলাল পুনঃরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বি ও পরাজিত প্রার্থী সাদ চৌধুরী বাবু।
এক অভিনন্দন বার্তায় বাবু বলেন, গত ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন জানিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণকারী ও ভোট প্রদনকারী বাক-এর সকল সদস্যদের তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর অগণতান্ত্রিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠ গণতান্ত্রিক পদ্ধতি চালু করাটা খুব জরুরি হয়ে পরেছিল। সে কারনে কানেকটিকাটের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই আমি ২০১৮ সালের এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করি। ভোটাররা যাকেই পছন্দ করেছেন তাকেই নির্বাচিত করেছেন। তবে আমি খুবই অবাক হয়েছি এবারে ভোটারদের উপস্হিতি ছিল হতাশাব্যঞ্জক। যা আগে কখনো দেখিনি। এটা বাক-এর প্রতি মানুষের অনীহার ফল নাকি অন্য কিছু?
সাদ চৌধুরী বাবু বাক-এর নির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সার্বিক সাফল্য কামনা করে সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধের মাধ্যমে সমাজের কল্যাণকর কাজে নিয়োজিত রাখবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে হেলাল-আজিজ পরিষদের নির্বাচিত সকল সদস্যদেরকেও তিনি অভিনন্দন জানান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]