১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে বাক নির্বাচন: কমিউনিটিকে ঐক্যবদ্ধ করাই হবে প্রথম কাজ: সাদ চৌধুরী বাবু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কানেকটিকাটে বাক নির্বাচন: কমিউনিটিকে ঐক্যবদ্ধ করাই হবে প্রথম কাজ: সাদ চৌধুরী বাবু
হার্টফোর্ড প্রতিনিধি: প্রবাসীদেরকে প্রলোভন কিংবা কোন মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।কানেকটিকাটের বিভক্ত কমিউনিটিকে ঐক্যবদ্ধ করাই হবে তার প্রথম কাজ বলে উল্লেখ করেছেন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নির্বাচনে সভাপতি প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র)। বাবু জানান, বাক-এর অতীতের নির্বাচনেও আমি বিভিন্নভাবে অংশ নিয়ে ছিলাম। সভাপতি বা সম্পাদক পদে দাঁড়িয়ে অনেকেই প্রবাসীদের কাছে নানা প্রলোভন বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু নির্বাচিত হবার পর আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না। সে জন্য আমি কোন মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। তবে কমিউনিটির এই সংকটময় মুহুর্তে বিভক্ত প্রবাসীদের ঐক্যবদ্ধ করাই হবে আমার প্রথম কাজ। সবাইকে একত্রিত করতে পারলেই প্রবাসীদের কল্যাণে সব কাজ করা সম্ভব হবে। তা নাহলে কোন কিছু করা সম্ভব নয়। সাদ চৌধুরী বাবু আরো বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে কানেকটিকাটে বসবাস করছেন। প্রবাসী সকল ধর্ম বর্ণের মানুষদের মাঝে সম্প্রীতি রক্ষাসহ বাক-এর পরিবর্তন নিয়ে আসার জন্য তিনি এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিতব্য বাক-এর দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদে তাকে নির্বাচিত করার জন্য প্রবাসীদেরকে আহবান জানান তিনি। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বাক-এর ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে।যাচাই বাছাই শেষে সভাপতি পদে ৩ জনের মনোনয়োনপত্র চূড়ান্ত করা হয়। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন কমিশন নির্বাচন। এরা হলেন ২০১৭ সালের বাক–এর বিতর্কিত ও বাতিল হওয়া নির্বাচনের হেলাল-আজম প্যানেলের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলাল, সভাপতি প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) ও বাক-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র)। এদের মধ্যে আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র) নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে।একই সঙ্গে তিনি সাদ চৌধুরী বাবু সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ শুরু করেছেন। এ কারনেই বর্তমানে ময়নুল হক চৌধুরী হেলাল ও সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।তবে বিজয়ের মালা কার গলায় জুটবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন