
হার্টফোর্ড প্রতিনিধি: বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কাজ করতে চান সাদ চৌধুরী বাবু। স্থানীয় সময় রবিবার বাংলাপ্রেস ডটকম’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।বাবু বলেন, কানেকটিকাটে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে।প্রবাসী হয়ে দেশ থেকে যারা কানেকটিকাটে আসছেন তাদেরকে চাকুরি পেতে সহযোগিতাসহ সর্বক্ষেত্রে সাহায্যের জন্য নিয়োজিত থাকবেন।
কানেকটিকাটের প্রবাসীদের জন্য আপনার প্রতিশ্রুতি কি এমন এক প্রশ্নের জবাবে বাক-এর নির্বাচনে সভাপতি প্রার্থী বাবু জানান, আমি কোন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারন মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না। তবে কমিউনিটির এই সংকটময় মুহুর্তে বিভক্ত প্রবাসীদের ঐক্যবদ্ধ করাই হবে আমার প্রথম প্রতিশ্রুতি।আমি আমার সর্বময় ক্ষমতা দিয়ে সবাইকে একত্রিত করার চেষ্টা করবো। যাতে করে আমরা সবাই ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে পারি।এটা তিনি করতে পারবেন বলে বিশ্বাস করেন।
[embed]https://youtu.be/ebgr3TETIeA[/embed]
বাক-এর অতীতের নির্বাচনেও তিনি বিভিন্নভাবে অংশ নিয়ে ছিলাম।সভাপতি বা সম্পাদক পদে দাঁড়িয়ে ভোটে জেতার জন্য অনেকেই প্রবাসীদের কাছে নানা প্রলোভন বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু নির্বাচিত হবার পর আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না।তাই তিনি এ ধরনের কোন প্রতিশ্রুতি দিতে চান না।
গত বছরের নির্বাচনে একটি প্যানেল থেকে আপনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন কিন্তু এবারে কেন সভাপতি পদে নির্বাচন করছেন এ প্রশ্নের জবাবে সাদ চৌধুরী বাবু বলেন, আমি গত দেড় বছর তাদের সঙ্গে থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে।সবকিছুই দেখেছি।নির্বাচন ঘোষনার পর হঠাৎ করে প্যানেল থেকে দলছুট হয়ে কেউ কেউ অন্য প্যানেলে যোগদান করেছেন। তাই আমি চিন্তা করে দেখেছি আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বাক’কে সঠিক ও সুন্দর জায়গায় নিয়ে যাবার চেষ্টা করবো।
বাবু বলেন, বাক-এর সবচেয়ে বড় সমস্যা হলো একটি স্থায়ী ঠিকানা। গত বারো বছরেও আমরা একটি স্থায়ী ঠিকানা গড়ে তুলতে পারি নাই।এটা অতটা সহজ কাজ না। তবুও আমি চেষ্টা করবো একটা স্থায়ী ঠিকানা গড়ে তুলতে। যদি সবার সহযোগিতা পাই অবশ্যই তা সম্ভব হবে।
সাদ চৌধুরী বাবু দীর্ঘ ৩৫ বছর ধরে কানেকটিকাটে বসবাস করছেন। প্রবাসী সকল ধর্ম বর্ণের মানুষদের মাঝে সম্প্রীতি রক্ষাসহ বাক-এর পরিবর্তন নিয়ে আসার জন্য তিনি এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিতব্য বাক-এর দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদে তাকে নির্বাচিত করার জন্য প্রবাসীদেরকে আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বাক-এর ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে।যাচাই বাছাই শেষে সভাপতি পদে ৩ জনের মনোনয়োনপত্র চূড়ান্ত করা হয়। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন কমিশন নির্বাচন।সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ২০১৭ সালের বাক–এর বিতর্কিত ও আলোচিত নির্বাচনের হেলাল-আজম প্যানেলের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী হেলাল, সভাপতি প্রার্থী সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) ও বাক-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র)। এদের মধ্যে আনোয়ার হোসেন হিমু (স্বতন্ত্র) সাদ চৌধুরী বাবু সমর্থন জানিয়ে স্বেচ্ছায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে ময়নুল হক চৌধুরী হেলাল ও সাদ চৌধুরী বাবু (স্বতন্ত্র) দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।বর্তমানে উভয় প্রার্থীর নির্বাচনী প্রচারনা চলছে খুব জোরেসোরে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]