
হার্টফোর্ড প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষ্যে গত শনিবার ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৩টি এবং অন্যান্য ১৬টি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনের সুত্রে জানা যায়, গত শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারন করা হয়েছিল। নির্ধারিত সময়ে ১৭টি পদের জন্য ১৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৩টি এবং অন্যান্য ১৬টি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করে জানা যায়। সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন যথাক্রমে গত বছর (২০১৭) সালের বাক –এর বিতর্কিত ও বাতিল হওয়া নির্বাচনের হেলাল-আজম প্যানেলের সভাপতি প্রার্থী ময়নুল হক চৌধুরী, কামাল-হুমায়ুন প্যানেলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী শাদ চৌধুরী বাবু ও বাক-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিমু। বাকি ১৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এসব পদে নির্বাচন হবে না বলে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর পদের জন্য লালায়িতদের দ্বন্দ্ব অবসানের জন্য প্রবাসী কানেকটিকাটবাসীরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের যে স্বপ্ন দেখে দেখেছিলেন তা ভুন্ডুল করে দিয়েছে কতিপয় ডিগবাজীকারীরা।গত বছরের প্রতিদ্বন্দ্বি ও মামলার প্রতিপক্ষদের সাথে রাতের আধারে হাত মিলিয়ে দু’টি প্যানেলের বদলে একটি প্যানেল তৈরি করেন।ফলে গত দশ বছর ধরে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) ক্ষমতা কুক্ষিগতকারীরা আবারো ক্ষমতা নেবার অপপ্রয়াস চালাচ্ছেন বলে অনেকেই ধারনা করছেন। তবে অধিকাংশ প্রবাসীরাই পরিবর্তন চায়। সেই লক্ষ্যে এবারে সভাপতি পদে দু’জন নতুন মুখ মনোনয়ন জমা দিয়েছেন। কয়েকদিন পরই স্থানীয় ভোটারদের প্রতিক্রিয়া জানা যাবে। তবে নানা ফন্দি করে কমিউনিটির সেই ‘ধান্দাবাজ’রা আবারো ক্ষমতায় আসলে প্রবাসীরা তাদেরকে আর কোন সহযোগিতা প্রদান করবে না। কারন বাক-এর পদ লালায়িতরা তাদের নিজেদের স্বার্থে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিদের নানাভাবে হয়রানী ও আদালতেও হাজির করেছিলেন বলে অনেকেই এখনো ক্ষুব্ধ রয়েছেন।
আরো পড়ুন:
কানেকটিকাটে আবারো এক হচ্ছে কমিউনিটির ‘ধান্দাবাজ’ !
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]