
সাবেদ সাথী: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নির্বাচনী প্রক্রিয়ায় নানা জটিলতা, অনিয়মসহ সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেছেন কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বিজ্ঞানী ও বাক-এর সাবেক নির্বাচন কমিশনার ড. গোলাম চৌধুরী ইকবাল। তিনি বলেন, শুধু লোক দেখানো নির্বাচন মাত্র। এই নির্বাচনের ফলাফল প্রবাসীদের কোন কল্যাণেই বয়ে আনবে। গত রবিবার বাংলাপ্রেস ডটকম’কে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
গোলাম চৌধুরী বলেন, পৃথিবীর কোন দেশেই কোন নির্বাচনে বিদেশি নাগরিকরা নির্বাচন কমিশনে থাকতে পারে না।পৃথিবীতে এমন কোন উদাহরনও নেই। তাহলে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নির্বাচনে দু’জন মার্কিন এটর্নিকে কীভাবে নির্বাচন কমিশনে কিংবা বাক-এর অস্থায়ী কমিটিতে সম্পৃক্ত করা হলো।
তিনি উল্লেখ করে বলেন, বাক-এর সংবিধানে এমন কিছুই লেখা নেই।তবে বিদেশি কোন নাগরিক যদি অন্য দেশের নির্বাচন কমিশনে থাকতে না পারেন, তাহলে বাক-এর নির্বাচন কমিশনে থাকতে হলে তাকে অবশ্যই বাক সংশ্লিষ্ট বা সদস্য হতে হবে।এটা বলার অপেক্ষা রাখে না।নির্বাচনের প্রথম প্রক্রিয়াটাই সম্পূর্ণরুপে ভুল বলে উল্লেখ করেন তিনি।
বাক-এর সাবেক নির্বাচন কমিশনার ইকবাল আরো বলেন, কানেকটিকাটের অনেক বাংলাদেশির বসবাস কিন্তু সবাই বাক-এর সদস্য না। তাহলে মনোনয়নপত্র আহবানের ক্ষেত্রে কেন উল্লেখ করা হয়নি মনোনয়নপত্র দাখিল করতে হলে অবশ্যই তাকে বাক-এর সদস্য হতে হবে।যে কোন ব্যক্তিই ইচ্ছে করলেই বা শুধু অর্থ জমা দিয়েই কি মনোনয়নপত্র দাখিল করতে পারেন? সংবিধানে উল্লেখ রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে অবশ্যই বাক-এর সদস্য হতে হবে। ইমেইলে (চিঠিতে) সে কথা উল্লেখ করা হয়নি।
[embed]https://youtu.be/MjQgvgrQbTo[/embed]
তিনি বলেন, মনোনয়নপত্রের ফরমে ভোটার নম্বর উল্লেখ করার কোন ছক ছিল না। কিন্তু পরে যাচাই বাছাই করে ভোটার নম্বরসহ প্যানেলের/প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে।ওই নম্বর কোথা থেকে এসেছে নতুন না পুরাতন ভোটার তালিকা তা পরিস্কার করে বলা হয়নি।
গত ২২ আগষ্ট ২০১৮ নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত নমিনেশন ফর্ম সংক্রান্ত একটি ইমেইলে ৭ নম্বর প্যারায় দু’জন ব্যক্তির নাম উল্লেখপূর্বক ৪ জন করে স্বেচ্ছাসেবকের নাম চাওয়া হয়।এরা হলেন মি. আলম ও ড. আহমেদ। নির্বাচন কমিশন আগে থেকেই কীভাবে জানলেন দু’টি প্যানেলের মনোনয়নপত্র জমা পড়বে? আবার সভাপতি পদে দু’জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা পড়লেও নির্বাচনে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে তিনটি প্যানেলের ছক দেওয়া হয়েছে। তাতে লেখা উল্লেখ রয়েছে প্যানেল ১, ২ ও ৩। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচনে প্রক্রিয়াগত জটিলতাসহ নানা অনিয়মের একটি জগাখিচুরির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করেন গোলাম চৌধুরী ইকবাল। তিনি বলেন নির্বাচন হতে পারে কিন্তু এ নির্বাচন কানেকটিকাট প্রবাসীদের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না।
এ ব্যাপারে বাক-এর বর্তমান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিনি গণমাধ্যমে কোন তথ্য দিতে কিংবা কথা বলতে রাজি হননি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]