হার্টফোর্ড প্রতিনিধি: কানেকটিকাটে বাংলাদেশ সোসাইটি নামে আরো একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।গত বৃহস্পতিবার স্থানীয় মিডলটাউনে শহরে সংগঠনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার (১১ নভেম্বর) বিকেলে অভিবাদন সভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সূত্রে জানা গেছে। নবগঠিত বাংলাদেশ সোসাইটি (ব্যক্তিগত সামাজিক ক্লাব)-এর অন্যতম সদস্য মীর আজম, সাব্বির আহমেদ ও মোল্লা বাহাউদ্দিন পিয়াল জানান অন্যান্য সামাজিক সংগঠনের মত শুধুমাত্র বিনোদনমুলক কর্মকান্ড নিয়েই ব্যস্ত থাকবে না বাংলাদেশ সোসাইটি। মূলত দেশ ও প্রবাসে জনকল্যাণের জন্য কাজ করে যাবে। ইতোমধ্যে সংগঠনটি ব্যক্তিগত সামাজিক ক্লাব হিসেবে ৫০১(সি)(৭) রেজিষ্ট্রেশন করা হয়েছে। তবে বাংলাদেশ সোসাইটি কানেকটিকাটের কোন সংগঠনের প্রতিদ্বন্দ্বি হয়ে কাজ করবে না বলে উল্লেখ করেন কর্মকর্তারা।

এদিকে আজ রবিবার (১১ নভেম্বর) বিকেলে ৪৬০ স্মিথ ষ্ট্রিট, মিডলটাউনে অভিবাদন সভা অনুষ্ঠিত হবে। সোসাইটির সদস্য ছাড়াও সংগঠন প্রিয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাটের সদস্যরা হলেন-সভাপতি বোর্ড অব মেম্বার সৈয়দ শাহাজ ইসলাম, চেয়ারম্যান বোর্ড অব মেম্বার মীর সাব্বির আহমেদ, জেনারেল সেক্রেটারি মীর আজম। অন্যান্য সদস্যরা হলেন-হালিম আকবর, আনোয়ার হোসেন, শফি আলম, ডেভিড স্বপন রোজারিও, মোল্লা বাহাউদ্দিন পিয়াল ও মার্ক হাওলাদার রনি প্রমুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]