১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে বরিশাল কমিউনিটির ‘মিলন মেলা’ বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে বরিশাল কমিউনিটির ‘মিলন মেলা’ বাতিল
হার্টফোর্ড (কানেকটিকাট) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের আগামী ২০ এপ্রিল বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মুসলমানদের পবিত্র শবে বরাত ও খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে’র কথা চিন্তা করে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়। কানেকটিকাটের প্রবাসী বরিশাল্বাসীদের কথা ভেবে ও আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে এ সংগঠনটির যাত্রা শুরু করেছিল। গত তিনটি অনুষ্ঠান স্ফল হয়েছে।এর মধ্যে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ব্যতিক্রমধর্মী পিঠা মেলায় উপচে পড়া মানুষের ভিড় দেখে সকলেই আনন্দিত। উক্ত পিঠা মেলায় মাত্র তিনটি পুরুষ্কার প্রদান করে পরবর্তীতে আয়োজকরা নিজেরাই লজ্জিত হয়েছেন।তাই সবার সম্মতিতে পিঠামেলায় আগত সকল পিঠা প্রতিযোগীকে একটি করে উপহার (গিফট কার্ড) প্রদানের প্রদান করার ঘোষনা দেন। সবার ফোন নম্বর না থাকায় যোগাযোগ করা সম্বব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মেলায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাড়া সকল পিঠা প্রতিযোগীদেরকে ৮৬০-৯৯২-৪৯৭৯ এবং ৮৬০-৭১৩-৮১৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন