১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে বরিশালবাসীদের পিঠামেলায় মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে বরিশালবাসীদের পিঠামেলায় মানুষের ঢল
হার্টফোর্ড প্রতিনিধি: জমজামাট আয়োজনে বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের ‘মোগো দেশি পিঠা উৎসব’ গত ১৬ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় ম্যানচেস্টার শহরের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত অনুষ্ঠিব্য এ পিঠা উৎসবে বরিশালবাসী ছাড়াও কানেকটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসীদের ঢল নেমেছিল। বিকেল ৫ থেকে রাত ১১ পর্যন্ত অনুষ্ঠিত উক্ত পিঠা মেলায় বাহারি শীতের পিঠার পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশি গৃহবধুরা।শীত মৌসুমের পিঠা যেমন-নকশি পিঠা, সাজ পিঠা, নারিকেল পুলি, জামাই পিঠা, তেলের পিঠা, লবঙ্গ লতিকা, পাটিসাপটা ও মজাদার ঝালের পিঠাসহ রকমারি   পিঠার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। স্বাদের দিক থেকে বাড়তি বৈচিত্র্য আনতে গরম গরম শিঙ্গাড়া, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ ও ধনেপাতার চপ প্রভৃতি প্রায় প্রতিটি দোকানেই ছিল বাড়তি আকর্ষণ। কুহু, জলি বিশ্বাস, নাজিয়া আহমেদ নিশি, রুমানা আহমেদ, ফাতেমাতুজ জোহরা ও মেরী হাওলাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কানেকটিকাট প্রবাসী বরিশালবাসীদের পরিবেশনায় ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের সদস্যদের পরিবেশনায় দলীয় সঙ্গীতে অংশ নেন মার্ক হাওলাদার রনি, মীর সাব্বির আহমেদ, মোল্লা বাহাউদ্দিন পিয়াল,আনোয়ার হোসেন হিমু, ইম্মানুয়েল দত্ত সমির, নিক্সন বিশ্বাস, নিরা বাহাউদ্দিন, যোশেফ দত্ত পলাশ,খালিদ সাইফুল্লাহ ও আব্দুল জলিল। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন কানেকটিকাটের জনপ্রিয় কন্ঠশিল্পী শান্তা নাগ, লিটন গ্রেগরি, কৌশলী ইমা, ডা. শারমিনা ঝিনুক, ব্রিয়ানা বিশ্বাস, ফিহা আমীর অরোরা, রিয়া হোসেন, আরিয়ানা বৈরাগী, এথিনা বেরসা ও সুমাইয়াহ সুখ। অনুষ্ঠনাএর মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউ ইয়র্কস্থ বরিশাল সমিতির সভাপতি জামাল উদ্দিন। এসময় সাধারন সম্পাদক আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা পিঠার জন্য তিনজনকে পুরুস্কৃত করা হয়। শেষে র‍্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যাদের ঐকান্তিক সহযোগিতায় এবারের পিঠামেলা সম্পন্ন হয়েছে তারা হলেন-মীর সাব্বির আহমেদ, জাহাঙ্গীর হোসেন খোকন, আনোয়ার হোসেন হিমু, নিক্সন বিশ্বাস, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, নিরা বাহাউদ্দিন, খালিদ সাইফুল্লাহ ইম্মানুয়েল দত্ত সমির,মার্ক হাওলাদার রনি ও জলিল প্রমুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন