হার্টফোর্ড প্রতিনিধি : বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের বার্ষিক বনভোজন ‘মোগো দেশি চড়ুইভাতি’ গত ২ সেপ্টেম্বর রবিবার স্থানীয় নিয়ানটিক শহরের রকি নেক ষ্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে।প্রথমবারের মত অনুষ্ঠিত এ বনভোজনে কানেকটিকাটের বরিশাল প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন এলাকার নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত বনভোজনে শিশু-কিশোর ও বয়স্কদের নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোল্লা বাহাউদ্দিন পিয়ালের সঞ্চালনায় এবং আনোয়ার হোসেন হিমুর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচন সভায় বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মীর সাব্বির, জাহাঙ্গীর হোসেন খোকন, সাইফুল্লাহ খালেদ, মার্ক হাওলাদার, নিক্সন বিশ্বাস, মোল্লা বাহাউদ্দিন পিয়াল ও আনোয়ার হোসেন হিমু।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]