
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ জুলাই শনিবার শেলটন শহরের ইন্ডিয়ান ওয়েলস ষ্টেট পার্কে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ বনভোজন।
উক্ত বনভোজন সফল করতে ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। শুধু নোয়াখালীবাসীরাই নয় কানেকটিকাটে বসবাসকারী বিভিন্ন জেলার প্রবাসীদেরকেও আমন্ত্রন জানান হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত বনভোজনে থাকবে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী নারী পুরুষদের জন্য খেলাধুলা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।

বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন সকল সদস্যদের উক্ত বনভোজনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাগণ।
প্রয়োজনে যোগাযোগ করুন হেলাল করিম (আহবায়ক বনভোজন কমিটি) ২০৩-৮৮৫-২৩৯২, মীর আজম (আহবায়ক কার্য্যকরি কমিটি) ৬৪৬-২৫১-৯৫৩৯ ও আরিফুল ইসলাম নিপুন (সদস্য সচিব) ৩৪৭-৬৬৬-৫৮৮০।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]