
হার্টফোর্ড প্রতিনিধি: জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী সমিতির শুভ উদ্বোধনসহ নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত শনিবার মেরিডেনের বার্লিন টার্ণপাইকের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কানেকটিকাটের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী নোয়াখালীবাসীরা ছুটে আসেন। প্রায় দুই শতাধিক নারী পুরুষের সমাগম ঘটে উক্ত অনুষ্ঠানে। অনুষ্ঠানে মীর আজমকে আহবায়ক ও আরিফুল ইসলাম নিপুনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের দেশীয় সংস্কৃতিসহ সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরার প্রয়োজনে এ সামাজিক সংগঠনটিকে গঠনের প্রস্তুতি নেওয়া হয়। সেই মোতাবেক গত ৪ মাস ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে গত শনিবার কানেকটিকাটের প্রবাসী নোয়াখালীবাসীরা সকলেইএকত্রিত হবার সুযোগ পায়। সকলেই একত্রিত হতে পেরে একে অপরের সাথে কুশলসহ পারিবারিক মতবিনিময় করতেই ব্যস্ত হয়ে উঠেন।

বক্তারা আরো বলেন, কানেকটিকাটে সামাজিক ও সাংস্কৃতিকসহ আরো বেশ কয়েকটি সংগঠন রয়েছে। কানেকটিকাটে নব গঠিত বৃহত্তর নোয়াখালী সমিতি কোন সংগঠনের প্রতিদ্বন্দ্বি হয়ে কাজ করবে না। সমিতির সদস্যদের নেওয়া সিদ্ধান্ত মেতাবেক সকল কার্যক্রম চলবে বলে উল্লেখ করেছেন বক্তারা।

মীর আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মানিক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বেলা চৌধুরী, হেলাল উল করিম,আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম নিপুন মোবারক নওশাদ,আজাদ, সোহান, জাহিদুল হক ও হাসান প্রমুখ। শেষ পর্বে আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ, শারমিন আজম ও কৌশলী ইমা।

কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক নওশাদ মোবারক, ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান ও গণসংযোগ মোহাঃ রায়হান আজাদ। নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ আজাদ, জাহিদুল হক (হাসান) ও পাভেল কারিম প্রমুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]