
টাকা নিয়ে পারিবারিক ঝগড়া
কানেকটিকাটে ছেলের গুলিতে বাবা-মা নিহত


নিজস্ব প্রতিবেদক: কানেকটিকাটের ওয়াটারবারি শহরে সোমবার রাতে বাবা-মাকে গুলি করে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জাভিয়ান অ্যাডামস (২৫), তিনি ওয়াটারবারিরই বাসিন্দা। তার বিরুদ্ধে বিশেষ পরিস্থিতিতে হত্যা, ফৌজদারি অপরাধ সংঘটনের মাধ্যমে হত্যা, প্রথম-ডিগ্রির বেপরোয়া বিপদ সৃষ্টি, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা, মোটরগাড়ি চুরির অভিযোগ, অবৈধ অস্ত্র ব্যবহার এবং অনুমতি ছাড়া পিস্তল বহনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতদের নাম কার্লিন উইলিয়ামস (৫২) এবং মার্ক অ্যাডামস (৫৫) — দুজনই ওয়াটারবারির বাসিন্দা এবং অভিযুক্ত জাভিয়ান অ্যাডামসের মা ও বাবা।
সোমবার রাতে পুলিশ বেভারলি অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অ্যাডামসের জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ডলার, এবং বুধবারই তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, অ্যাডামসের ঘরোয়া সহিংসতার “উল্লেখযোগ্য” ইতিহাস রয়েছে এবং তিনি আগের গার্হস্থ্য সহিংসতার মামলায় প্রবেশনে ছিলেন।
বুধবার আদালতে প্রসিকিউশন জানায়, হত্যাকাণ্ডের আগে পারিবারিক ঝগড়ার বিষয়টি মূলত টাকার বিরোধ ঘিরেই ছিল।
অ্যাডামসকে মঙ্গলবার সকালে ওয়াটারটাউনে একটি চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, তিনি একটি সাদা রঙের ফোর্ড এসকেপ গাড়ি, একটি ব্যাকপ্যাক এবং জুতা ফেলে গিয়েছিলেন — যা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে।
বুধবার পুলিশ জানায়, গাড়িটি মিডলবেরির একটি পার্কে উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, অ্যাডামস একটি ৯ মিলিমিটার পিস্তল ব্যবহার করে তার মা-বাবাকে হত্যা করেছে এবং ঘটনাস্থল থেকে চারটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি।
গুলি চালানো এবং চুরির ঘটনাগুলোর তদন্ত এখনো চলমান। এ ঘটনাটি চলতি বছরে ওয়াটারবারি শহরে সংঘটিত সপ্তম ও অষ্টম হত্যাকাণ্ড। ওয়াটারবারি পুলিশ বুধবার সংবাদ সম্মেলন করে এই ডাবল হত্যাকাণ্ডের বিস্তারিত জানায়।
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প

