নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীদের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান আগামী শনিবার (১ জুন) ওয়ালিংফোর্ডের প্রাগমান পার্কে (৩১ ওয়াক স্ট্রিট) অনুষ্ঠিত হবে। মেজ্জান চলবে দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত।
‘মেজ্জ্যান খাইতু মনে হর নে, চলি আইয়্যুন’ এ শ্লোগানে অনুষ্ঠিব্য উক্ত মেজ্জানের আয়োজন করেছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট। মেজ্জান সফল করতে একটি কমিটিও গঠন করা হয়েছে বালে জানা গেছে। শুধু চট্টগ্রামবাসীদের জন্য নয় এখানে কানেকটিকাটের যে কোন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। কানেকটিকাটে বিশাল আয়োজনের মেজ্জান একমাত্র চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট করে থাকেন বলে উল্লেখ করেন তিনি। তবে সংগঠনের পক্ষ থেকে এবারেই প্রথমবারের মতো একটি মুসলিম ফিউনারেল হোম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেজ্জানের মাঠে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে উল্লেখ করেন আয়োজকরা।
এবারের মেজ্জান অংশ নেবার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন-৮৬০-৪৫৯-৯০৯৬, ২০৩-৫০৬-৯৯৪৪, ৮৬০-৯৬০-৪৫০৩ ও ২০৩-৯০৯-৫৪১৩।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]