
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচস্টারের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে প্রথমবারের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ম্যানচেস্টারের একটি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে ম্যানচেস্টার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্মকর্তাদের তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলের পূর্বে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে সহায়তা করেন শাদ চৌধুরী, হারুন আহমেদ, কবির আখন্দ, আহসান হেলাল, আহসান ফারুক ও শাহীনসহ অনেকেই।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল প্রায় তিনশত মানুষের সমাগম ঘটে বলে জানান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্মমর্তারা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]