১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে লায়ন্স ক্লাবের প্রথম পথমেলায় প্রবাসীদের ভিড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে লায়ন্স ক্লাবের প্রথম পথমেলায় প্রবাসীদের ভিড়
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ম্যানচেস্টার প্রথমবারের মতো পথমেলায় প্রবাসী ব্যাপক সাড়া মিলেছে। গত শনিবার ম্যানচেস্টারের সেন্ট্রাল মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এ পথমেলায় স্থানীয় প্রবাসীদের ঢল নেমেছিল। ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল (শতবার্ষিক) লায়ন্স ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত উক্ত পথমেলায় ছিল দেশীয় খাবার,কাপড় ও গহনার দোকানসহ হরেক রকমের জিনিষের বেচাকেনা।বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। মোহাম্মদ রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কানেকটিকাটের স্টেট সিনেটর সাউদ আনোয়ার, ইউএস রিপ্রেজেন্টিটিভ জন লারসন, কানেকটিকাটের লে. গভর্ণর সুজান বাইসিউইজ, এটর্নি জেনারেল উইলিয়াম টং,ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারউমেন ন্যান্সি ডিনারডো, ডেমোক্রেটিক পার্টির চেয়ার ন্যান্সি ওয়াইম্যান, স্টেট ট্রেজারার শান উডোন, ম্যানচেস্টার মেয়র জে মোরান, বাংলাদেশি ডেমোক্রেটিক নেতা মেলার আহবায়ক মোহাম্মদ রহমান অপু, ডা. শওকত খান ও বাক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কলেজগামী বেশ কিছু শিক্ষার্থীদের হাতে এককালীন উপহার অর্থসহ সনদপত্র তুলে দেন লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। সনদপ্রাপ্তরা হলেন নাফিস হালিম, জেসিকা দত্ত, শ্রুতি ক্রুজ, প্রান্তি গমেজ, মার্ক রোজারিও, উইলিয়াম গমেজ, ক্রিস্টাল অধিকারী, আব্দুল্লাহ আল মুবীন, মেসকাথ উল্লাহ, ইফতার ইজাজ, মেহজাবীন রহমান ও পেরসা শেহরীন। বাক পরিচালিত বাংলা স্কুলের শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। এরা হলেন সাফিনা রহমান, লুৎফা জিলু, শাজেদা চৌধুরী, কামরন্নেহার চৌধুরী, হাজেরা আক্তার ও সুফিয়া আম্বিয়া। এছাড়াও বাক বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এককালীন উপহার অর্থসহ সনদপত্র তুলে দেওয়া হয়।সনদপ্রাপ্তরা হলেন অয়েশা, সাদিয়া, আফরিন, তাজিন, নওরিন, জারা, তায়েবা, আনিসা, রাহিন, বিপাশা, মাহদি, সারিকা, আয়হাম, ফিহা, রিফাত, পাপিয়া, নাবিলা ও তাহমিদ। কানেকটিকাটের মুলধারার রাজনীতিবিদদের তাদের স্ব স্ব কাজে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেন ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল (শতবার্ষিক)লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। এরা হলেন কানেকটিকাটের স্টেট সিনেটর সাউদ আনোয়ার, ইউএস রিপ্রেজেন্টিটিভ জন লারসন, কানেকটিকাটের লে. গভর্ণর সুজান বাইসিউইজ, এটর্নি জেনারেল উইলিয়াম টং, ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারউমেন ন্যান্সি ডিনারডো, ডেমোক্রেটিক পার্টির চেয়ার ন্যান্সি ওয়াইম্যান, স্টেট ট্রেজারার শান উডোন ও ম্যানচেস্টার মেয়র জে মোরান। নিউ ইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা শামসুন্নাহার নিম্মির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পথমেলায় সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এসআই টুটুল,লস আঞ্জেলেস প্রবাসী সোনিয়া, নিউ ইয়র্কের রানো নেওয়াজ ও স্থানীয় শিল্পীবৃন্দ।শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন নিউ ইয়র্কের সারগাম ব্যান্ড।  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন