
হার্টফোর্ড প্রতিনিধি: বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের ‘মোগো দেশি পিঠা উৎসব’ আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় ম্যানচেস্টার শহরের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত অনুষ্ঠিব্য এ পিঠা উৎসবে কানেকটিকাটের সকল প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিকেল ৫ থেকে রাত ১১ পর্যন্ত অনুষ্ঠিব্য উক্ত পিঠা মেলায় বাহারি শীতের পিঠার পসরা সাজিয়ে বসবে বাংলাদেশি মহিলারা। শীত মৌসুমের পিঠা যেমন- নকশি পিঠা, সাজ পিঠা, নারিকেল পুলি, জামাই পিঠা, তেলের পিঠা, লবঙ্গ লতিকা, পাটিসাপটা ও মজাদার ঝালের পিঠাসহ রকমারি পিঠার দোকানের ব্যবস্থা থাকবে।স্বাদের দিক থেকে বাড়তি বৈচিত্র্য আনতে গরম গরম শিঙ্গাড়া, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ ও ধনেপাতার চপ প্রভৃতি প্রায় প্রতিটি দোকানেই থাকবে বলে আশা করছেন পিঠা উৎসব কমিটির কর্মকর্তারা।
উৎসবে আগত দোকানের পিঠার মান বিবেচনা করে প্রতিযোগিতা ও র্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।পিঠার দোকান ও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করুন: মেরী হাওলাদার-৮৬০-৫০২-৭৫৭৫, রুমানা আহমেদ-৮৬০-৯৯২-৪৯৬৯, নিরা বাহাউদ্দিন-৮৬০-২১৮-৩৯২২, নাজিয়া আহমেদ নিশি-২০৩-৫১২-১৯৫৫ ও জলি বিশ্বাস-৮৬০-৪৩২-২৭৭৫।
বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.facebook.com/photo.php?fbid=10205978689461673&set=a.10201209353671259&type=3&theater
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]