১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশিদের ইংরেজি বর্ষবরণ (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে প্রবাসী বাংলাদেশিদের ইংরেজি বর্ষবরণ (ভিডিওসহ)
হার্টফোর্ড প্রতিনিধি: ইংরেজি নতুন বছর ২০২০ সালকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মেতে ওঠে। নতুন বছরকে স্বাগত জানাতে কানেকটিকাটের একঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশি দলবদ্ধভাবে মেতে ওঠেন স্থানীয় উইন্ডজোর লকসের একটি রেস্তোঁরায়। নতুন বছর ২০২০ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি এটাই ছিলো সবার মুখে মুখে। এদিকে রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে থেকেই সবার চোখ চলে যায় টেলিভিশনের পর্দায়। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ারের বর্ণিল আতসবাজি আর চোখ ধাঁধানো বল ড্রপ দেখার আনন্দমুখর পরিবেশের উৎসবে মেতে ওঠেন সকলেই। মোহাম্মদ শাহীন, হারুন আহমেদ, কবির আখন্দ ও সরকার মামুনের যৌথ তত্বাবধানে ও রাশিদা আখন্দ লাকী ও আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্ক থেকে আগত শিল্পী দম্পতি বাপ্পী কর্মকার ও মিতা কর্মকার, রাশিদা আখন্দ লাকী ও কৌশলী ইমা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা 'কেউ কথা রাখেনি' বরিশালের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করেন মোল্লা বাহাউদ্দিন পিয়াল। নাচ ও গানের পাশাপাশি প্রবাসের বিনোদনপ্রিয় বাংলাদেশিরা তাদের কথা ও কৌতুকে দেশীয় সংস্কৃতির নানা ঐতিহ্য তুলে ধরেন নতুন বছরের এ উৎসবে। প্রবাসে ব্যতিক্রমী এমন উৎসব-আয়োজনের তরুণ উদ্যোক্তারা জানান, নতুন বছরের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন ভাবনা। তাই এ ভাবনাকে অবিস্মরণীয় করে রাখতেই মূলত আমাদের এ আয়োজন।   ভিডিও দেখতে নিচে ক্লিক করুন- https://www.facebook.com/sabedsathee/videos/2914307598582292/
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন