
হার্টফোর্ড প্রতিনিধি : প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই শনিবার শেলটন শহরের ইন্ডিয়ান ওয়েলস ষ্টেট পার্কে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বনভোজন।

উক্ত বনভোজনে শুধু নোয়াখালীবাসীরাই নয় কানেকটিকাটে বসবাসকারী বিভিন্ন জেলার নানা শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। বনভোজন কমিটির আহবায়ক হেলাল করিম, সংগঠনের আহবায়ক মীর আজম ও সদস্য সচিব আরিফুল ইসলাম নিপুনের তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত বনভোজনে ছিল সকালের নাস্তা, সুস্বাদু ও মজাদার খাবারে মধ্যাহ্নভোজ। শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী নারী পুরুষদের জন্য নানা খেলাধুলার ব্যবস্থা থাকলেও প্রচন্ড তাপদাহ ও অসহ্য গরমে প্রায় সকলেই অস্বস্তিবোধ করতে থাকেন, ফলে বেশিরভাগ খেলাধুলাই বাতিল করা হয়। কিন্তু জমিয়ে আড্ডা দিতে ভোলেননি কেউ। শেষে আকর্ষনীয় র্যাফেল ড্র'র মধ্যে দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিত উক্ত বনভোজনে প্রায় চার শত প্রবাসী উপস্থিত হয়েছেন বলে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন কর্মকর্তাগ উল্লেখ করেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]