
হার্টফোর্ড ( কানেকটিকাট) প্রতিনিধি: সকল বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতা পেরিয়ে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টে বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১৪ এপ্রিল রবিবার কানেকটিকাটের 'মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন' আয়োজিত উক্ত অনুষ্ঠানে ব্রিজপোর্টসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়।

সন্ধ্যায় হাবিবুল ইসলামের কন্ঠে পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য ফিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান।মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন-এর কর্ণধার ইউসুফ মাহির ও মিলা ইউসুফের পরিচালনায় এবং আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিজপোর্টের মেয়র যোসেফ গামিন, ডেমোক্রাটিক ন্যাশনাল কমিটি ইউমেন ন্যান্সি ডিনারডো,ষ্টেট অব কানেকটিকাটের মেম্বার মারলিন মোর, ডেমোক্রাটিক পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ডিতা ভাগাভা, ডেমোক্রাটিক নেতা মোঃ মাসুদুর রহমান অপু, জনাপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, ডা. সাজ্জাদ হোসেন, শফি আলম ও সাব্বির আহমেদ রনি প্রমুখ। আয়োজকবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে মুলধারার রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশিদের এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দিত।

বাংলা নববর্ষ সম্পর্কে আমাদের এতো ধারনা কখনই ছিল না। আজ অনুষ্ঠানে এসে বাংলাদেশিদের কৃষতি ও কালচার জেনে গেলাম। বক্তারা মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন-এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আয়েশা দেওয়ান লিপি ও বাহাউদ্দিন পিয়াল। জিনাত হাকিমের নির্দেশনায় 'লটারি' নামক একটি খন্ড নাটিকায় অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, রিচি সোলায়মান ও সাব্বির আহমেদ রনি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী কৃষ্ণা তিথী ও অপু রহমান। রেফায়া জামান প্রিয়া ও লীমা বড়ুয়ার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন বোষ্টনের বাংলাদেশি ড্যান্স গ্রুপের ফারিহা হাসমি, রেদোয়ান বিন আসাদ, নাবিহা জামান, নওরিতা ইসলাম, উরবানা বড়ুয়া, ইশা বড়ুয়া, সুস্মিত বড়ুয়া, সুশানা বড়ুয়া ও লীমা বড়ুয়া এবং কানেকটিকাটের নৃত্য শিল্পী রোকাইয়া রেখা, তানসি ও তাসলিয়া। উক্ত অনুষ্ঠানে প্রবেশের জন্য পরিবার প্রতি ১০০ ডলার নির্ধারন করা হয়। নির্ধারিত অতিথিরা অগ্রিম টিকেট কেটেই অনুষ্ঠানে আসেন বলে জানান মাই কালার ইভেন্টস অ্যান্ড ডিজাইন-এর কর্ণধার ইউসুফ মাহির।যাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে তারা হলেন আরিফুল ইসলাম নিপুন,একেএম উদ্দিন মেজবাহ, শামসুজ্জামান দুলাল, নুরুসসাবা জামান, মিলা, সাবরিনা ও রিনা।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত এ অনুষ্ঠানটি বন্ধের লক্ষ্যে স্থানীয় কিছু ব্যক্তি মরিয়া হয়ে উঠেছিলেন। তাদের এ আশা ব্যর্থ হলে তড়িঘড়ি করে একটি ভূয়া সংগঠন গঠন করে একই দিনে একই সময়ে মাত্র সিকি মাইল দূরে বৈশাখী মেলা নামের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করলে কানেকটিকাটের প্রবাসীরা হতবাক হন এবং ঘৃণা প্রকাশ করেন। কারণ কানেকটিকাটে প্রবাসীদের মাঝে এমন নোংরামি আগে আর কখনো দেখা যায়নি। এর পেছনে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর গোপন ষড়যন্ত্র ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]