
হার্টফোর্ড প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আগামী ১৩ জুলাই শনিবার ম্যানচেস্টারের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার প্রবাসী সঙ্গীতশিল্পী কানন হাসানের প্রচেষ্টায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোর ও বড়দের পরিবেশনা ছাড়াও থাকবে হরেক রকমের জিনিষের বেচাকেনা।বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে গত ৪ বছর ধরে এ অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন শিল্পী কানন হাসান। পাশাপাশি রকমারি খাবার, বাহারি পোশাক ও জুয়েলারির দোকানের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ-কানন হাসান ৮৬০-২৬৮-৮২০৩, ববি সরকার ৮৬০-৮৪১-৪৫৫৯, রেখা রোজারিও ৮৬০-২৬৮-৩০৩১, কুহু রিবেরু ৮৬০-৯৮৫-১০০৬ ও রুমানা আহমেদ ৮৬০-৯৯২-৪৯৬৯।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]