
হার্টফোর্ড প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে স্থানীয় সঙ্গীত একাডেমি আয়োজন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যার। আগামী ৬ এপ্রিল শনিবার ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চে অনুষ্ঠিত হবে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত ছেলেমেয়ে ও সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
ম্যানচেস্টার শহরের কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চের (৫৮৫ ইষ্ট সেন্টার স্ট্রিট) মিলনায়তনে বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে আলোচনা, কবিতা আবৃত্তিসহ সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। আবৃত্তিকার ফারহানা রশিদ লুনা’র উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নিউ ইয়র্ক প্রবাসী জনপ্রিয় লোকগানের শিল্পী মিলন কুমার রায়।কবিতা আবৃত্তি করবেন নিউ ইয়র্কের জনপ্রিয় আবৃত্তিকার গোপন সাহা। এছাড়া সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।শিল্পীদের তবলায় সঙ্গত করবেন নিউ ইয়র্কের জনপ্রিয় তবলা বাদক খুশবু আলম।

কানেকটিকাটের সঙ্গীত একাডেমি গত ১২ বছর ধরে বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসবসহ নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে। উক্ত অনুষ্ঠানে সবান্ধব ও সপরিবারে উপস্থিত থাকার জন্য সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন একাডেমির পরিচালক কৌশলী ইমা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]