১৪ অক্টোবর ২০২৫

কেরালায় ভূমিধস; মৃতের সংখ্যা ৩২৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কেরালায় ভূমিধস;  মৃতের সংখ্যা ৩২৪

বাংলাপ্রেস অনলাইন : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪ জনে দাঁড়িয়েছে। বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় তিন লাখ মানুষ। দুর্গত এলাকা পরিদর্শন কোরে রাজ্যটিতে পাঁচশ' কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বাড়ির চারপাশে পানি। কোথাও যাওয়ার উপায় না পেয়ে বাধ্য হয়ে ছাদে আশ্রয় নেন সাজিথা নামের এই অন্তঃসত্ত্বা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ভারতীয় নৌবাহিনীর একটি দল। সেখানে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। বেঁচে যায় দুটি প্রাণ। ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের, যেখানে ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় রাজ্য জুড়েই আটকে পড়া অসহায় বাসিন্দাদের উদ্ধারে এভাবেই কাজ করছে সামরিক, নৌ, বিমান বাহিনী ও জরুরি বিভাগের হাজার খানেক কর্মী। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে।উদ্ধারকাজ পরিচালনাকারী অরুণ সিজি বলেন, 'ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। তাদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী সেতু নির্মাণ করছি আমরা। এছাড়াও বন্যা প্লাবিত অঞ্চলগুলো থেকে বিশেষায়িত নৌকা এবং আধুনিক সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধার করা হচ্ছে।'

বন্যা কবলিত অঞ্চলে প্রায় দুই হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।একজন বলেন, 'এখানে সবকিছুই পাচ্ছি আমরা, কাপড়, কম্বল ও খাবার দেয়া হয়েছে। কোনো সমস্যা হচ্ছে না।'

আরেকজন বলেন, 'আমরা আশ্রয় শিবিরে যাচ্ছি। বন্যার পানিতে আমার বাড়ি পুরোটাই ডুবে গেছে। গতকাল থেকে বিদ্যুৎও নেই।'এরই মধ্যে শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে রাজ্যটিতে পাঁচশ' কোটি রুপি সহায়তার ঘোষণা দেন মোদী। এছাড়াও বন্যায় নিহতদের জনপ্রতি দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি সহায়তার কথাও জানান তিনি। ক্ষতিগ্রস্তদের জন্য ২৫ কোটি রুপি সহায়তার কথা জানিয়েছেন তেলেঙ্গানারা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিকে এক টুইট বার্তায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ দলের সমর্থক ও নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দেয়ারও আহ্বান জানান তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যটিতে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত নয় দিনে এরই মধ্যে তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। এছাড়াও বৃষ্টি অব্যাহত থাকায় কোচি বিমানবন্দরের সব ফ্লাইট ২৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন