১৫ অক্টোবর ২০২৫

খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের আদেশ মঙ্গলবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের আদেশ মঙ্গলবার

বাংলাপ্রেস ডেস্ক: তিন আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানী শেষ। মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট। এদিকে, বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন।ফেনী- ১, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার এর শুনানি হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ইকবাল কবীরের বেঞ্চে।

এদিকে, বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জালিলের বেঞ্চ সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিতের আদেশ দেয়। এর ফলে নির্বাচন করতে আর কোন বাধা রইলো না বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এদিকে, বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের প্রার্থীতা গ্রহন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন