
খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের আদেশ মঙ্গলবার


বাংলাপ্রেস ডেস্ক: তিন আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানী শেষ। মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট। এদিকে, বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন।ফেনী- ১, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার এর শুনানি হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ইকবাল কবীরের বেঞ্চে।
এদিকে, বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জালিলের বেঞ্চ সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিতের আদেশ দেয়। এর ফলে নির্বাচন করতে আর কোন বাধা রইলো না বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এদিকে, বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের প্রার্থীতা গ্রহন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা

