
খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে ঐক্যফ্রন্ট : ওবায়দুল কাদের


বাংলাপ্রেস অনলাইন: খালেদা জিয়ার জামিন চেয়েছেন। তারা মুক্তি এইভাবে চাননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। এছাড়া আপনারাই প্যারোল বানিয়েছেন। তারা কিন্তু এ কথা বলেননি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলেছি, এই মামলাটি যারা করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা করেছে। ২০০৭ সালের মামলা। এবং দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গেছে। এই মামলা আগেই নিষ্পত্তি করা যেত। কিন্তু তারা এইভাবে আগ্রহী ছিলেন না, বা তারা সিরিয়াস ছিলেন না। যে কারণে এই মামলা প্রলম্বিত হয়েছে রায় দিতে। আদালত তাকে দণ্ড দিয়েছে, তারা আদালতের কাছে জামিন চাইতে পারেন। আদালত তাকে জামিন দিলে আমাদের আপত্তি নেই। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষ হয়। বুধবার (৭ নভেম্বর) বেলা ২টার দিকে এ সংলাপ শেষ হয়।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)