
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে স্বামী, প্রধানমন্ত্রীকে জরিয়ে মায়া কান্না স্ত্রীর



জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : গত ৪ দিনের রাষ্ট্রিয় সফরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালী আসলে গত বৃহস্পতিবার ইতালীর মিলানো শহরে আসেন।
সেখানে মিলান কনসুলেট অফিসের কর্মকর্তা ও মিলান লোম্বারদিয়া আওয়ামীলীগের নেতা দের সাথে সৌজন্যে বৈঠক করেন । সে সময় দুপুর ১ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত মিলানোর লরেতো তে ৪ ঘন্টা অবস্থান নেন বিএনপির নেতা কর্মীরা। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে স্লোগান দিয়ে গো ব্যাক গো ব্যাক শেখ হাসিনা। সেই সময় উপস্থিত ইতালীর ভারেজ বিএনপির সভাপতি মাহাবুব আলম সেলিম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ব্যানার হাতে।
অপর দিকে ভারেজ বিএনপির সভাপতি মাহাবুব আলম সেলিম এর স্ত্রী লোম্বারদিয়া আওয়ামীলীগের সহ মহিলা সম্পাদিকা মাহবুবা সুমি প্রধানমন্ত্রী র সাথে দেখা করে তাকে জরীয়ে ধরে মায়া কান্না শুরু করেন প্রধানমন্ত্রীর সন্তুষ্টি লাভের আশায় ।
যে ছবিগুলো গণযোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে। ইতালীর বিভিন্ন শহরের আওয়ামীলীগ ও বিএনপি নেতা কর্মী দের মাঝে শুরু হয় নানা গুঞ্জন। একদিকে স্বামী বেগম জিয়ার মুক্তির দাবীতে রাস্তায় অপর দিকে স্ত্রী প্রধানমন্ত্রী সন্তুষ্টির জন্য জরিয়ে ধরে মায়া কান্না। অনেকের মাঝে কানাঘুঁষা চলছে এ কোন রাজনীতি স্বামী প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতায় রাস্তায় স্লোগান দিচ্ছন তার স্ত্রী প্রধানমন্ত্রীকে জরীয়ে ধরে কদমবুসি করে মায়া কান্না করছেন। অনেকেই বলছেন দুই দিক থেকেই ফায়দা লুটতেই স্বামী ও স্ত্রী র দুই মেরুর রাজনীতি ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

