১৪ অক্টোবর ২০২৫

কিংসের নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কিংসের নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজ
বাংলাপ্রেস ডেস্ক:  কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বসুন্ধরা কিংসের কোচ হচ্ছেন একজন আর্জেন্টাইন। সেটাই আজ সত্যি হয়েছে। কিংসের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন মারিও গোমেজ। গোমেজের খেলোয়াড়ি ক্যারিয়ার খুব দীর্ঘ নয়।আর্জেন্টিনার ক্লাব টেম্পারলির হয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে জিতেছেন লিগ শিরোপা। তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ তার। ইউরোপ-এশিয়ার অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। ইন্টার মিলান-ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হলেও মায়োর্কার প্রধান ছিলেন।ইন্টারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও এবং হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তিদের সঙ্গে। মালয়েশিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ৬৮ বছর বয়সী আর্জেন্টাইন। কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়েছে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন।সঙ্গে ওই মৌসুমেই মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতেন তিনি। গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসিতে ছিলেন তিনি। প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর আগে বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই আধিপত্য দেখানো কিংসে খেলেছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। ২০২০ সালে খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলা হের্নান বারকোস।এর আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে। সর্বশেষ মৌসুমে খেলেছেন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন