১৪ অক্টোবর ২০২৫

কোটা সংস্কার: নিউ ইয়র্কে আ.লীগ-বিএনপির সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোটা সংস্কার: নিউ ইয়র্কে আ.লীগ-বিএনপির সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এ ঘটনা ঘটে। উভয় দল মারমুখী অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পূর্বঘোষিত বিক্ষোভ ও গণসমাবেশ করেন নিউ ইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজ। এত অংশ নেন সাংবাদিক, শিল্পী, কবি সাহিত্যিক, শিক্ষক, ব্যবসায়ী প্রকৌশলী, চিকিৎসক ও ফার্মাসিস্টরা। শান্তিপুর্ণ সমাবেশ শেষে কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ৭৩ স্ট্রিট দিয়ে ৩৫ এভেন্যুর দিকে যাচ্ছিলেন। এপর প্রান্তে আওয়ামীলীগের একটি মিছিল রেস্তরাঁর দিকে যাচ্ছিল। এ সময় উভয় গ্রুপের মিছিলে চরম উত্তেজনা দেখা দেয়। কে বা কারা একটি বোতল আওয়ামীলীগের মিছিলের দিকে ছুঁড়ে মারলে উত্তেজনা বেড়ে যায়। উভয় দলের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগ কর্মীদের মারধর করেন বলে জানা গেছে। কেবা কারা পুলিশে খবর দিলে কয়েক প্লাটুন পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরে একটি রেস্তরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীরা যৌথভাবে একটি মতবিনিময় সভা করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন