১৩ অক্টোবর ২০২৫

কোটি টাকার চেক ছুড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে কী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ এএম
কোটি টাকার চেক ছুড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে কী

বাংলাপ্রেস ডেস্ক:   ততক্ষণে নাটক জমে গেছে। ভারতের ক্রিকেটারদের উদযাপন, ম্যাচ হারের যন্ত্রণা, পিসিবি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো এবং হাত না মেলানো—সব কিছুই সালমান আলী আগার ওপর প্রভাব ফেলেছে। কাণ্ডটিও ঘটিয়ে বসেন পুরস্কার বিতরণীর মঞ্চে।

 

দুবাইয়ে ভারতের কাছে হারের পর রানারআপ মেডেল নেন সবাই। এসময় রানার আপ ট্রফিও তুলে দেওয়া হয় পাকিস্তানের অধিনায়কের কাছে। তার যেন কি একটা তাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে ট্রফি নিয়েই পোডিয়াম থেকে নেমে যাচ্ছিলেন।

তাকে ডেকে এনে পুরস্কারের চেক ধরিয়ে দেওয়া হয়। ৭৫ হাজার ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা। সেটি তড়িঘড়ি করে নিয়ে সামনেই ছুড়ে মারেন পাকিস্তানের অধিনায়ক। এরপর হনহনিয়ে নেমে যান। ক্যামেরায় দেখা যায় তার চোখেমুখে তখন রাগ স্পষ্ট।

পাকিস্তানের অধিনায়কের কাণ্ডে হতবাক হয়ে যান পোডিয়ামে ওঠা সবাই। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে।

সংবাদ সম্মেলনে অবশ্য সালমান পুরো ঘটনার বর্ণনা দেননি। উল্টো ভারতের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন। সূর্যদের প্রতি ক্ষোভ জানিয়ে সালমান বলেছেন, ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে সালমন বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি। মহসিন নাকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব?’

এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক সত্যিই থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে। এদিকে কথার লড়াইয়ে নেমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন