
করোনা : রংপুরে নতুন শনাক্ত ২৮

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষায় আরও ২৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, রংপুর পুলিশ লাইন্সের ১৮ পুলিশ সদস্য, ৪ জন র্যাবের সদস্য, ২ জন মেট্রোপলিটন পুলিশের সদস্য, রংপুর নগরীর মুলাটোল এলাকার এক পুরুষ (৪৮), গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের এক পুরুষ (৩৬), তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের এক নারী (৩৪), পীরগাছা উপজেলার এক পুরুষ (৩২)। এনিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৭ জনে।
বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ২৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





