১৪ অক্টোবর ২০২৫

ক্রিকেট ফেলে রেখে হঠাৎ সাংবাদিক হয়ে গেলেন নেদারল্যান্ডসের ওপেনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ক্রিকেট ফেলে রেখে হঠাৎ সাংবাদিক হয়ে গেলেন নেদারল্যান্ডসের ওপেনার
  বাংলাপ্রেস ডেস্ক:  তার পরিচয়টা ব্যাটার। এই তো গতকালও তিনি ওপেন করেছেন নেদারল্যান্ডসের হয়ে, ১৫ বলে ২৩ রানের দারুণ একটা ইনিংসও খেলেছেন। কিন্তু আজ সংবাদ সম্মেলনে তাকে দেখা গেল ভিন্ন ভূমিকায়। সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরদাতা নয়, তিনি বসে পড়লেন সাংবাদিকদের কাতারে। ক্রিকেট ফেলে রেখে হুট করে যেন সাংবাদিক হয়ে গেলেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউড।
নেদারল্যান্ডসের সংবাদ সম্মেলন শুরুর আগেই বিষয়টা জেনে গিয়েছিলেন সাংবাদিকরা। দলটির মিডিয়া ম্যানেজার আগেই ঘোষণা করেছিলেন, ম্যাক্স আজ তোমাদের সঙ্গে ওখানেই বসবে। সংবাদ সম্মেলনে দেখা গেল কথা সত্যি, ম্যাক্স ও’ডাউড বসেছেন সাংবাদিকদের সঙ্গেই।
ভূমিকাটা অবশ্য রসিকতার ছলে নয়, বেশ সিরিয়াস ভঙ্গিতেই পালন করলেন তিনি। তার হাতে ছিল ছোট ক্যামেরা, ফোনের ক্যামেরাও ছিল খোলা। ক্ষণে ক্ষণে বিভিন্ন কিছুর ভিডিও নিচ্ছিলেন তিনি। শুরুটা করেছিলেন বাইরে, বাংলাদেশি সাংবাদিকদের ডাচ ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়ার ফুটেজ নিয়ে। এরপর ও’ডাউড সেখানেই থামেননি। তার সতীর্থ নোয়াহ ক্রোয়েস এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে একাধিক প্রশ্ন করলেন তাকে। তাতেই বোঝা যাচ্ছে কতটা ‘সিরিয়াস’ ছিলেন ম্যাক্স! সেখানে এক সাংবাদিককে অবশ্য তিনি বলেছেনও, ভবিষ্যতের জন্য এই পেশাকে ভাবনায় রাখছেন তিনি। তার সতীর্থ ক্রোয়েসেরও অভিমত তাই। তিনি বেরোতে বেরোতে বলে গেলেন, ‘আমার তো মনে হয় সে এখানে দারুণ ক্যারিয়ার গড়তে পারবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সে অনেক সরব।’ খেলোয়াড়ি জীবনে এখন ম্যাক্স হাত পাকাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনে। ইনস্টাগ্রাম আর ইউটিউবে ম্যাক্সি’স ট্যুর ভ্লগ শুরু করেছেন অতিসম্প্রতি। আজকের এই ভিডিও সংগ্রহও যে সেই দুই মাধ্যমের জন্য, তা বলাই বাহুল্য। তবে ক্রিকেট জীবনেও ম্যাক্সের ‘সিরিয়াসনেস’ কম নেই একটুও। তিনি বাংলাদেশে আসার আগে সবশেষ দুই ম্যাচে খেলেছেন ৯২ আর ৪৭ রানের অপরাজিত দুটি ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েক দিন আগে তিনি খেলেছেন ১৫৮ রানের ইনিংসও। সেটা অবশ্য ওয়ানডেতে। বাংলাদেশে সিরিজটাও খুব খারাপভাবে শুরু করেননি। গতকাল ১৫ বলে ২৩ করেছেন। হাঁকিয়েছেন ৩টি চার আর ১টি ছক্কা। নেদারল্যান্ডসকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। কে জানে, তাসকিন তাকে বিদায় না করলে হয়তো বাংলাদেশের ভয়ের কারণও হতে পারতেন। কন্টেন্ট ক্রিয়েশন বা সাংবাদিকতায় যতোই হাত পাকাতে চান, ম্যাক্স ও’ডাউডের প্রধান কাজটা কিন্তু ক্রিকেটই, সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে তাই সমঝেই চলতে হবে তাকে! [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি> এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন