১৩ অক্টোবর ২০২৫

ক্ষুদে ভক্তের চিঠির জবাবে ইউনিসের টিউটোরিয়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ক্ষুদে ভক্তের চিঠির জবাবে ইউনিসের টিউটোরিয়াল
পাকিস্তানি গ্রেট ব্যাটসম্যান ইউনিস খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক বছর আগে। তিনিই একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান টেস্টে যার দশ হাজার রান (১০,৯৯৯ রান) আছে। পৃথিবী জুড়ে তার ব্যাটিংয়ের ভক্ত কম নয়। এমনই একজন নিউজিল্যান্ডের ১২ বছর বয়সী ফেলিক্স অ্যান্ডারসন। এই ভক্ত দুই বছর আগে ইউনিসের কাছে কাভার ড্রাইভ ও কাট শট শিখতে চেয়ে চিঠি দিয়েছিল। কিছুদিন আগে তা পৌঁছেছে এই ৪০ বছর বয়সী গ্রেটের হাতে। তাই ক্ষুদে ফেলিক্সের জন্য এই দুই শটের টিউটোরিয়াল ভিডিও তিনি আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
দুই বছর আগে ফেলিক্স যে চিঠি লিখেছিল তা হুবুহু অনুবাদ করে দেওয়া হল পাঠকদের জন্য- 'প্রিয় মিস্টার খান, আমার নাম ফেলিক্স। আমার বয়স ১০ এবং আমি নিউজিল্যান্ডে থাকি। আপনাকে চিঠি লিখছি কারণ আপনি আমার জীবনে সবচেয়ে বড় হিরোদের একজন। আপনার টেকনিক দেখতেই ভাল লাগে। আপনার কাভার ড্রাইভ কত নির্ভুল কিংবা আপনার কাটের টাইমিং কত ভাল! শ্রীলঙ্কার বিপক্ষে আপনার ৩১৮ রানের ইনিংসটি ছিল দৃষ্টি নন্দন। এটা আমায় বুঝিয়েছে একজন পেশাদার ক্রিকেটার হওয়া এবং ৩ নম্বরে ব্যাট করতে আমি কতটা আগ্রহী। এবছর ইংল্যান্ডের বিপক্ষে আপনার ২১৮ রানের ইনিংসটিও ছিল দুর্দান্ত। আপনি স্লিপে একজন চমৎকার ফিল্ডার এবং অনেক আস্থা রাখা যায় এমন ব্যাটসম্যান। আমাকে কি দয়া করে কাট শট অথবা কাভার ড্রাইভের ওপর কিছু উপদেশ দিতে পারবেন। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা। এবং শুভ নববর্ষ। ইতি, ফেলিক্স অ্যান্ডারসন'
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন