১৩ অক্টোবর ২০২৫

লিভারপুলের আরও এক অবিশ্বাস্য জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লিভারপুলের আরও এক অবিশ্বাস্য জয়
বাংলাপ্রেস ডেস্ক:  একসময় নিয়মিত ম্যাচের শেষ মুহূর্তে গোল করে প্রতিপক্ষের হৃদয় চিরে জয় ছিনিয়ে নিত স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। সে কারণে গণমাধ্যমে তখন ম্যাচের সে সময়টিকে ‘ফার্গি টাইম’ বলা হতো।
বহু বছর পর স্যার অ্যালেক্সের সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন লিভারপুল ম্যানেজার আরনে স্লট। চলতি মৌসুমে তার দল টানা পাঁচ ম্যাচে শেষ ১০ মিনিট বা যোগ করা সময়ে জয়সূচক গোল করেছে। যার সবশেষ উদাহরণ–বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতেলতিকো মাদ্রিদকে যোগ করা সময়ের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।
নির্ধারিত ৯০ মিনিটে ২-২ সমতায় থাকা ম্যাচটি যখন ড্রয়ের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখনই কর্নার থেকে ভেসে আসা বলে জোরালো হেডে জাল কাঁপান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আর তাতেই ঘরের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হয় তাদের। এর আগে ম্যাচের মাত্র ৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিটে অ্যান্ডি রবার্টসন এবং পড়ে মোহাম্মদ সালাহর গোলে উড়ন্ত শুরু পায় দলটি। আক্রমণে আতলেতিকোর চেয়ে ঢের এগিয়ে থাকলেও তৃতীয় গোলটি পেতে বেগ পেতে হচ্ছিল অলরেডদের। এই সুযোগে প্রথমার্ধের যোগ করা সময় এবং ৮১ মিনিটে জোড়া গোল করে দিয়েগো সিমিওনের দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মার্কোস ইয়োরেন্তে। তাতে অ্যানফিল্ডের গ্যালারি কিছুটা চুপসে গেলেও শেষ মুহূর্তে ফন ডাইকের জয়সূচক গোলে ফের আনন্দের ঢেউ খেলেছে কপ এন্ডে। এদিকে লিভারপুলের রোমাঞ্চকর জয়ের রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ১-৩ গোলে হেরে গেছে চেলসি। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের জোড়া গোল এবং ট্রেভহ চালোবাহ নিজের জালে বয়ল পাঠালে স্বস্তির জয় পায় বাভারিয়ানরা। চেলসির কোল পালমার এক গোল শোধ দিলেও তাতে হারের ব্যবধানই যা কমেছে। চ্যাম্পিয়ন্স লিগে আজকের ফলাফল অলিম্পিয়াকোস ০ - ০ পাফোস স্লাভিয়া প্রাহা ২ - ২ বোদো/গ্লিমত বায়ার্ন ৩ - ১ চেলসি পিএসজি ৪ - ০ আতালান্তা আয়াক্স ০ - ২ ইন্টার মিলান লিভারপুল ৩ - ২ আতলেতিকো মাদ্রিদ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন