১৪ অক্টোবর ২০২৫

লজ্জার হারে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
লজ্জার হারে বাংলাদেশ

বাংলাপ্রেস অনলাইন: ভয়াবহ দুঃসময়ের মধ্যেই পড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে হোয়াইটওয়াশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরো দুর্দশার মধ্যে পড়েছেন সাকিব-তামিম-মুশফিকরা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লেজেগোবরে অবস্থা টাইগারদের। না বল হাতে, না ব্যাট হাতে—কোনো দিক দিয়েই ভালো করতে পারেনি সাকিবরা। তাই অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। যে উইকেটে বাংলাদেশ এমন দুর্দশার মাঝে পড়েছে, সেখানেই উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। ক্রেইগ ব্রেথওয়েটের শতকে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ৪০৬ রান। বল হাতে নিষ্প্রভ হয়ে ছিলেন বাংলাদেশের বোলাররা।

এরপর আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৬২ রান। উইকেট হারিয়েছিল ছয়টি। ৩০১ রানে পিছিয়ে থেকে হাতে চার উইকেট নিয়ে যে বাংলাদেশ তৃতীয় দিনে খেলতে নেমে খুব বেশিক্ষণ ব্যট করতে পারেনি, ১৪৪ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেয় তারা। একমাত্র ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। ৭৪ বলে ৬৪ রান করে অন্য ব্যাটসম্যানদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভালো কিছু করা একেবারেই অসম্ভব ছিল না। অবশ্য অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার দলে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন