১৪ অক্টোবর ২০২৫

লন্ডনে বসে স্কাইপে তারেক, ঢাকায় কাঁপে ক্ষমতাসীনরা : মান্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লন্ডনে বসে স্কাইপে তারেক, ঢাকায় কাঁপে ক্ষমতাসীনরা : মান্না

বাংলাপ্রেস অনলাইন : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতাসীনরা সরকারি বাড়িতে বসে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। আর একজন লোক লন্ডনে বসে স্কাইপে কথা বলে, এতেই ঢাকায় বসে ক্ষমতাসীনরা কাঁপে। তারেক রহমানকে ওদের ভয় হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মান্না বলেন, দেশ পরিবর্তনের উপকূলে দাঁড়িয়ে আছে। গোটা দেশ ফুঁসছে। মানুষ একটা সুযোগের অপেক্ষায়। ৫ বছর অনেক ডাকাতি হয়েছে। জনগণ অনেক ধৈর্য ধরেছে। এবার একটা সুযোগ চায়। তারা সঠিক জবাব দেবে। জনগণ এই সরকারকে বদলে দেবে। জাতীয় ঐক্যফ্রন্ট পরিবর্তনের সুযোগটা বুঝেছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরও সরকার শতশত নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারা আবার প্রচার করছে 'থ্যাংক ইউ পিএম'! যতদিন সরকার ক্ষমতায় ছিল ততোধিক দেশে গজব পড়েছে। নির্বাচনে ধানের শীষে বাক্স ভরে দিতে হবে। নির্বাচনে জালিম সরকারের পতন ঘটাতে হবে। সমস্ত লড়াই ৩০ ডিসেম্বর। ওইদিন স্বৈরাচারের পতন ঘটাতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকারের উন্নত মহাসড়কে ট্রাফিক সিগন্যাল লেগেছে। এরা বড়লোকদের তোষণ করেছে, আর গরিবদের আরও গরিব করেছে। দেশে এক কোটি শিক্ষিত লোক বেকার। আমরা বদলে দেবো। মানুষের ভাগ্য বদলে দেব। একদিনের ভোটের লড়াই নয়, আমরা চাই প্রতিদিনের লড়াই, বাঁচার লড়াই।

বিএনপির প্রচার সম্পাদক শহিদ শহিদুদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সেলিনা হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন