১৪ অক্টোবর ২০২৫

মা হারা সন্তানদের দেখতে যুক্তরাষ্ট্রে এলেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মা হারা সন্তানদের দেখতে যুক্তরাষ্ট্রে এলেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী
  নোমান সাবিত: মা হারা ছেলেমেয়েদের দেখতে যুক্তরাষ্ট্রে এলেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ৭ মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ উদ্ধার করেন আব্দুল মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ। খবর পেয়ে তিনি বোস্টনে অবস্থানরত ছেলেমেয়েদের সাথে যোগাযোগ করলেও মা হারা ছেলেমেয়েদের তিনি দেখতে আসেননি। জন্মের পর থেকেই বোস্টনেই বসবাস করেছে তার এক ছেলে ও এক মেয়ে। বোস্টনের দীর্ঘদিনের বাসিন্দা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের প্রবাসী ছেলে রাজিব মোমেন জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা এ কে আব্দুল মোমেন ফোন করে খোঁজ নিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে তেমন কিছুই বলেনি। তার মায়ের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে রাজিব বলেন তিনি এখনও ময়না তদন্তের রিপোর্ট হাতে পাননি। পুলিশ তার মায়ের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে বলে উল্লেখ করেন রাজিব। বোস্টন প্রবাসী জনৈক আওয়ামীলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঘটনার পরদিন যুক্তরাষ্ট্রে আসার জন্য ঢাকায় মার্কিন দুতাবাসে গিয়েছিলেন কিন্তু ভিসা পাননি। কেন ভিসা পাননি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এক সময় তিনি মার্কিন নাগরিক ছিলেন। প্রথম নির্বাচনের সময় সেটা সারেন্ডার করতে হয়েছে। মন্ত্রীত্ব চলে যাবার পর লাল পাসপোর্টও জমা দিতে হয়েছে। এখন তিনি শুধুমাত্র সাধারন একজন সংসদ সদস্যমাত্র। তাই যুক্তরাষ্ট্রে আসতে গেলে তাকে নতুন করে ভিসা নিতে হবে। তবে কী কারণে তিনি ভিসা পাননি এ বিষয়টি তিনি নিশ্চিত নন। তিনি আরও বলেন, স্ত্রী নাসিম পারভীনের সাথে এ কে আব্দুল মোমেনের প্রায় ২৫ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি তার ছেলেমেয়েদের খোঁজ খবর নেননি। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আইন অনুযায়ী প্রতি শিশুর ভরণ পোষণের সহায়তার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চাইল্ড সাপোর্ট হিসেবে দেওয়ার বিধান রয়েছে। সন্তানের বয়স ১৮ বছর পর্যন্ত, কোন ক্ষেত্রে ২৩তম জন্মদিন পর্যন্ত আর্থিক সহায়তা অব্যাহত থাকতে পারে। আব্দুল মোমেন দীর্ঘদিন বোস্টনে বসবাস করলেও তার সন্তানদের আর্থিক সহায়তা তো দুরের কথা কখনও খবরও নেননি। ভিসা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গ ও কেন যুক্তরাষ্ট্রে আসতে পারলেন না এ বিষয়টি জানার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ইমেইলে ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি। উল্লেখ্য গত ৭ মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ উদ্ধার করেন আব্দুল মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড (বোস্টন) মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন