১৪ অক্টোবর ২০২৫

মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ১১ ‘সন্ত্রাসী’ নিহত: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ১১ ‘সন্ত্রাসী’ নিহত: ট্রাম্প

নোমান সাবিত: মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে যাত্রা শুরুর পর ক্যারিবীয় সাগরে একটি 'মাদকবাহী নৌযানে' যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কাইনেটিক হামলা চালিয়ে ১১ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এই হামলায় লক্ষ্যবস্তু ছিল ট্রেন দে আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি আন্তঃদেশীয় গ্যাংয়ের সদস্যরা, যাকে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আজ ভোরে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাউথকম-এর দায়িত্বাধীন এলাকায় ট্রেন দে আরাগুয়া নামক নারকো-সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি কাইনেটিক হামলা চালিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “টিডিএ (TDA) একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন, যা নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এরা গণহত্যা, মাদক ও নারী পাচার, সহিংসতা ও সন্ত্রাসের জন্য দায়ীযা যুক্তরাষ্ট্র ও পশ্চিম গোলার্ধজুড়ে ছড়িয়ে পড়েছে।” তিনি এ সময় হামলার একটি ২৯ সেকেন্ডের ভিডিওও প্রকাশ করেন।

হামলাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, যখন নৌযানটি 'অবৈধ' মাদক পরিবহন করছিল এবং যুক্তরাষ্ট্রের দিকে আসছিল। ট্রাম্প বলেন, এতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা আহত হয়নি।

তিনি আরও সতর্ক করে বলেন, যে কেউ যুক্তরাষ্ট্রে মাদক আনতে চাইছে, এ ঘটনার মাধ্যমে তাদের জন্যই সতর্কবার্তা দেওয়া হলো। সাবধান!

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথেও ট্রাম্প বলেন, “আমরা সরাসরি একটি নৌকা উড়িয়ে দিয়েছিমাদকভর্তি একটি নৌকা। দীর্ঘদিন ধরে প্রচুর মাদক আমাদের দেশে ঢুকছে। এগুলো ভেনেজুয়েলা থেকে এসেছে, এবং ভেনেজুয়েলা থেকে ব্যাপকভাবে আসছে। তাই আমরা এটিকে ধ্বংস করেছি।”

মার্কিন সিনেটর মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেন যে ক্যারিবীয় সাগরের দক্ষিণাঞ্চলে ভেনেজুয়েলা থেকে যাত্রা করা মাদকবাহী নৌযানে 'প্রাণঘাতী' হামলা চালানো হয়েছে, যা একটি চিহ্নিত নারকো-সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিল-কে জানান, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী নৌযানটিতে 'সুনির্দিষ্ট হামল' চালিয়েছে। তিনি আরও জানান, পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এই হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতটি জাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং ৪,৫০০ মেরিন মোতায়েন করেছেলাতিন আমেরিকার মাদক কার্টেলদের হুমকি মোকাবিলায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ পদক্ষেপকে তীব্র সমালোচনা করে বলেছেন, এটি 'অতিরঞ্জিত, অযৌক্তিক, অনৈতিক, সম্পূর্ণ অপরাধী ও রক্তাক্ত হুমকি'

মাদুরো সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এই সর্বোচ্চ সামরিক চাপের মুখে আমরা ভেনেজুয়েলা রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছি।” তবে যুক্তরাষ্ট্র প্রশাসন ভেনেজুয়েলায় স্থল-আক্রমণের কোনো ইঙ্গিত দেয়নি।

মাদুরো প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্তে প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছেন মাদক পাচার রোধে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের এই মোতায়েনকে 'মাদকবিরোধী অভিযান' হিসেবে বর্ণনা করছে, যা ভেনেজুয়েলার প্রতিবেশী গায়ানার সমর্থন পেয়েছে। ট্রাম্প লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ অন্যান্য মাদক পাচারের অভিযোগে দায়ী করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আগেই জানিয়েছিলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদক ঢোকা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে আমেরিকার সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস গ্র্যাভলি এবং ইউএসএস জেসন ডানহাম নামের দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইতিমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে।

মাদুরো সোমবার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান ট্রাম্পের হাতে রক্তের দাগ লাগাবে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন