১৪ অক্টোবর ২০২৫

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিবল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভূমি) শেখ জাবের আহম্মেদ, তেঁতুলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হবিবর রহমান, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় পুলিশ, আনসার, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, ঔষুধ ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ ১৫০ জন ব্যক্তি অংশ নেন। মাল্টি প্রজেক্টরের মাধ্যমে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় মাদক সেবন রোধ করে একটি সুস্থ্য সুন্দর জীবন গড়ে তুলতে মাদক অপব্যবহারে রোধকল্পে সামাজিক আন্দোলন অপরিহার্য। এ সমন্বিত কাজে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক ও সাংবাদিকরা কি কি ভূমিকা রাখতে পারে তার উপর বিশদ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন