
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী বাস উল্টে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন বাংলাদেশি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।
গতকাল রোববার রাত ১১টা ১০ মিনিটে কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]