
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা দিলীপ দেব মারা গেছেন। গত বৃহস্পতিবার ভোর রাতে নিউ ইয়র্কের এস্টোরিয়ায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত দিলীপ দেবের মরদেহ স্থানীয় কুইন্সের করোনার ১০৪ স্টিটের ফিউনারেল হোমে রাখা হয়েছে। প্রয়াত মুক্তিযোদ্ধা দিলীপ দেবের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। এ ছাড়াও শেষ শ্রদ্ধা জানাতে সেখানে প্রবাসী মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়েছিলেন।এ সময় তার মরদহ বাংলাদেশের জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয়। প্রয়াত মুক্তিযোদ্ধা দিলীপ দেবের গ্রামের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে বলে তার নিকটাত্মীয়দের সূত্রে জানা গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]