১৩ অক্টোবর ২০২৫

মঙ্গলবার জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মঙ্গলবার জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে (জ‌বি) কর্মরত প্রগ‌তিশীল সাংবা‌দিক‌দের সংগঠন 'জগন্নাথ ‌বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব' এর ২০১৯-২০২০ কার্য‌নির্বাহী ক‌মি‌টির নির্বাচন ১ অ‌ক্টোবর মঙ্গলবার অনু‌ষ্ঠিত হ‌বে।

‌রোববার সংগঠ‌নের দপ্তর সম্পাদক জ‌গেশ রায় স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে একথা বলা হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, আগামী মঙ্গলবার বিশ্ব‌বিদ্যালয় উপাচা‌র্যের সভাক‌ক্ষে ‌নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর অা‌গে সোমবার ম‌নোনয়ন ফরম বি‌ক্রি ও যচাই বাচাই ক‌রে প্রার্থীতা ঘোষনা করা হ‌বে। নির্বাচন শে‌ষে দুপুর ১ টায় উপাচা‌র্যের স‌ম্মেলন ক‌ক্ষে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে ফলাফল ঘোষণা করা হ‌বে।

রোববার সংগঠ‌নের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে কার্যনির্বাহী মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। মিটিং শেষে বর্তমান সভাপতির নেতৃত্বে উপচার্য বরাবর এ বিষয়ে অনুমোদন চেয়ে লিখিত আবেদন জমা দিলে উপচার্য নির্বাচনের অনুমতি প্রদান করেন।

আসন্ন নির্বাচন নি‌য়ে সভাপ‌তি রা‌কিবুল ইসলাম ব‌লেন, জ‌বি প্রেসক্লাব সর্বদা গণত‌ন্ত্রে বিশ্বাস ক‌রেওি লালন ক‌রে, তাই অামা‌দের অাগামী নির্বাচনও হ‌বে সম্পূর্ণ গণতা‌ন্ত্রিক পদ্ধ‌তি‌তে।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন সংগঠ‌নের প্রধান পৃষ্ঠ‌পোষক ও উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, সংগঠ‌নের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ইমরান আহমেদ অপুসহ অন্যান্য উপদেষ্টা ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

খাঁচা
সাহিত্য

খাঁচা

২ সপ্তাহ আগে by বাংলা প্রেস