
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী মাসুম হাওলাদার আর নেই । স্থানীয় সময় বুধবার রাত আড়াইটার সময় ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।তিনি বাংলাদেশে টিসিবি'র একজন সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার শরিফাবাদে।
তিনি ম্যানচেস্টার প্রবাসী জলিল ও খলিল হাওলারের বড় ভাই। আত্মীয়-স্বজন ছাড়াও ম্যানচেস্টারে তার মেয়েরা থাকেন বলে তিনি নিয়মিত দেশে যাতায়াত করতেন। আজ বুধবার বাদ আসর স্থানীয় বায়তুল মামুর মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।
মাসুম হাওলাদারে আকস্মিক মৃত্যুতে কানেকটিকাট বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]