১৫ অক্টোবর ২০২৫

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, কক্সবাজারে এনসিপির সভা পণ্ড
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বঘোষিত সমাবেশ করতে না পেরে গাড়িবহর নিয়ে বান্দরবান চলে যায়। শনিবার (১৯ জুলাই) শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে ছিল গডফাদার শামীম ওসমান, এখন কক্সবাজারে শুনছি নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।”   এই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ঈদগাঁও ও চকরিয়ায় এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চকরিয়ায় সমাবেশস্থলে ডিভাইডার ভাঙচুর হয়, যা পরে পুলিশ ও সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। বিকেল ৫টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, তারা চকরিয়া পার হয়ে বান্দরবান পৌঁছেছেন, তবে কিছু নেতা-কর্মী আটকা পড়েছেন। এদিকে কক্সবাজার জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। তারা এনসিপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন দেয় ও সালাহউদ্দিন আহমদের নামে কটূক্তির প্রতিবাদ জানায়। জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ সারা বাংলাদেশের অহংকার। তাঁর নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নাসীরুদ্দীন প্রমাণ করেছেন, তিনি সামাজিক শিক্ষাবঞ্চিত।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসনে তিনবার সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালে নিখোঁজ হয়ে ভারতের শিলংয়ে ধরা পড়েন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছর ১১ আগস্ট দেশে ফেরেন তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন