
নাশকতার মামলায় নরসিংদীর বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে



বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা: নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনের দলটির প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ করেন।
খায়রুল কবির খোকন ছাড়াও আরো দুই জন আসামি আদালতে হাজির হলে আদালত তাদের জামিন দেন। দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজির হন খায়রুল কবির খোকনসহ ৩ জন। অন্য দুজন হলেন জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের ভুইঁয়া টিটু।
খায়রুল কবির খোকন ২টি মামলায় এজাহারভুক্ত আসামি না থাকলেও চার্জশিটে তার নাম থাকায় তিনি এ জামিন নিতে আদালতে যান। জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খোকনের বিরুদ্ধে করা দুটি মামলাই গায়েবি ঘটনায় দায়ের করা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)