-68ed3a37ee5f5.jpg)
নাটকীয় জয় নিয়ে ফাইনালে বাংলাদেশ



বাংলাপ্রেস অনলাইন: পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় নিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সরফরাজের দলের বিপক্ষে বুধবারের ম্যাচে ৩৭ রানের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় বার এই টুর্নামেন্টের ফাইনালে গেল টাইগাররা। পাকিস্তান দল শেষ পর্যন্ত সংগ্রহ করে ২০২ রান। ম্যাচের ফলাফলে রানের ব্যবধান খুব বেশি না হলেও দাপট ছিল বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর শুক্রবার দুবাইতে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে পাকিস্তান দল। ইনিংসের পঞ্চম বলে মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে মিড অনে দাঁড়ানো রুবেল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ফাখর জামান। ৪ বল খেলে ১ রান করে সাঁজঘরে ফেরেন তিনি।
পরের ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে সাজঘরের ঠিকানা দেখান কাটার মাস্টার। বাংলাদেশ শিবিরে তখন অনেকটাই স্বস্তি বিরাজ করছিল কারণ ১৮ রানেই পাকিস্তানের তিন উইকেট তুলে নেন টাইগাররা। তবে শোয়েব মালিক এবং ইমাম-উল হক ৬৮ রানের জুটিতে পাকিস্তান শিবিরে কিছুটা স্বস্তি আসলেও ২১তম ওভারে রুবেলের বলে শোয়েব মালিক ফেরার পর স্বস্তি মেলে বাংলাদেশ শিবিরে। এরপর আসিফ ও ইমাম আলীর জুটিও এগোচ্ছিল ভালো স্কোরের দিকেই। তবে সেই জুটিও সাঁজঘরে ফেলে মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহর নৈপুণ্যে। এরপর বাংলাদেশ দলের জয় ছিল অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২০২ রান সংগ্রহ করে পাকিস্তান দল। এর আগে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে ওঠার লড়াইয়ে টাস ভাগ্যে জয় পায় বাংলাদেশ দল। সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে নামার। তবে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ হয় বাংলাদেশের ওপেনিং জুটি।
দলে ফিরে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। ব্যর্থতার কাতারে নাম লেখান লিটন ও মুমিনুলও। দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন টাইগারদের তিন ব্যাটসম্যান। এরপর আবারো হাল ধরেন মুশফিক। মিথুনকে সঙ্গী করে ১৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তিনি। ৬০ রানে মিথুনকে বিদায় করে এ জুটি ভাঙেন হাসান আলি।
ক্যারিয়ারের ৭ম ওয়ানডে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন মুশফিক। কিন্তু শাহীন আফ্রিদির ফাঁদে পড়ে ৯৯ রানে আউট হন মুশি। শেষদিকে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ ওভার পাঁচ বলে ২৩৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ed3a37ee5f5.jpg)




-68eb25d6635b2.jpg)